কলকাতা: এবার কাজলের বিপরীতে যিশু সেনগুপ্ত (Jissu Sengupta)। মুক্তি পেল কাজলের নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)-এর ট্রেলার। ১৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে এই সিরিজ। কাজলকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়, তাঁর চরিত্রের নাম নয়না। 


এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে দেখা যাবে যীশুকে, তাঁর চরিত্রের নাম রাজীব। ট্রেলারের শুরুতে দেখানো হয়, অ্যাডিশনাল বিচারক রাজীব সেনগুপ্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ঘুষ হিসেবে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছেন একাধিক নারীর সঙ্গে। এই অভিযোগে, বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর তারপরেই কাজলের পরিবারে নেমে আসে অন্য়রকম পরিস্থিতি। 


জেল হেফাজত হয় যীশুর, অন্যদিকে কাজল খুঁজে নেয় এক অন্য জীবন। আইনজীবী হিসেবে যোগদান করেন তিনি। কিন্তু তারপরে অন্যধারায় বইতে থাকে তাঁর জীবন। কিছু বন্ধু, কিছু শত্রু... কে সত্যি বলছে, কে মিথ্যে.. সেই ধারায়, ওঠাপড়ার মধ্যেদিয়েই এগোতে থাকে তাঁর জীবন। হঠাৎ জেল হেফাজত থেকে স্বামী রাজীব নয়নিকাকে ফোন করে আবেদন করে তাঁর হয়ে লড়াই করার জন্য। তারপর? উত্তর মিলবে 'দ্য ট্রায়াল' সিরিজে। 


এই সিরিজের প্রচারেই সোশ্যাল মিডিয়ায় এক অভিনব পন্থা নিয়েছিলেন কাজল।


হঠাৎ সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ছবি সরিয়ে দিয়েছিলেন তিনি।  সঙ্গে অবাক করা একটা পোস্ট,  'জীবনের অন্যতম কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি।'  সবাই ভেবেছিলেন,  হয়তো ব্যক্তিগত পরিসরে হঠাৎ কোনও সমস্যা হয়েছে অভিনেত্রীর। আর তাই, মর্মাহত হয়ে সোশ্যাল মিডিয়া থেকে সাময়িক বিরতি নিয়েছেন বলিউডের এই প্রথম সারির অভিনেত্রী।


তবে রাতে সকালে পোস্ট এবং সমস্ত ছবি সরিয়ে নেওয়ার কারণ খোলসা করেল কাজল। শেয়ার করে নিলেন নিজের নতুন ওয়েব সিরিজের মোশন পোস্টার।  ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar) আসছে কাজলের নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)। আর সেই সিরিজের প্রচারের জন্যই আজ সোশ্যাল মিডিয়ায় সমস্ত ফটো আর্কাইভ করে নিয়েছিলেন কাজল। আর সন্ধে গড়ালেই সমস্ত ছবি ফের নিজের অ্যাকাউন্টে ফিরিয়ে আনেন কাজল। সঙ্গে শেয়ার করে নেন মোশন পোস্টার। আর আজ, মুক্তি পেল সেই সিরিজেরই ট্রেলার।


 






 


আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?


আরও পড়ুন: Healthy Food: সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার