মুম্বই: রমরমিয়ে চলেছে আইপিএলের (IPL 2023) ষোড়শ সংস্করণ। তবে আইপিএলের প্লে-অফের দিনক্ষণ এতদিন পর্যন্ত জানানো হয়নি। তবে আজ, শুক্রবারই, ২১ এপ্রিল প্লে-অফের দিনক্ষণও জানিয়ে দিল বিসিসিআই (BCCI)।


আইপিএলের সূচি


আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর আয়োজিত হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে আর কোয়ালিফায়ার দুই এবং ফাইনাল উভয় ম্যাচই আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে আয়োজিত হবে। ২৩ ও ২৬ মে দুই কোয়ালিফায়ার ম্যাচ আয়োজিত হবে, এলিমিনেটর খেলা হবে ২৪ মে।  কথামতোই ২৮ মে এবারের আইপিএল ফাইনাল আয়োজিত হবে।


দিল্লি শিবিরে স্বস্তি


হইচই পড়ে গিয়েছিল কয়েকদিন আগে। জানা গিয়েছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলে ফেরার সময় দিল্লি বিমানবন্দরে এসে ডেভিড ওয়ার্নাররা (David Warner) জানতে পারেন যে, প্রচুর ক্রিকেট সরঞ্জাম খোওয়া গিয়েছে। যার মধ্যে রয়েছে ১৬টি ব্যাট। যার এক একটির মূল্য প্রায় ১ লক্ষ টাকা করে।


কলকাতা নাইট রাইডার্সকে (KKR) হারিয়ে আইপিএলে প্রথম জয়ের পরই স্বস্তির খবর দিলেন দিল্লি ক্যাপিটালসের (DC) অধিনায়ক ডেভিড ওয়ার্নার। জানালেন, চুরি যাওয়া সামগ্রী পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, পুলিশ ব্যাট, প্যাড, গ্লাভস ও অন্যান্য চুরি যাওয়া সরঞ্জাম খুঁজে পেয়েছে। ১৬টি ব্যাট ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ফিল সল্ট ও যশ ধূলের।


শুক্রবার ওয়ার্নার ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কয়েকটি ব্যাট ও অন্যান্য সরঞ্জামের ছবি দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, 'দুষ্কৃতীদের খুঁজে পাওয়া গিয়েছে। তবে এখনও কয়েকটি জিনিসের খোঁজ নেই। যাই হোক ধন্যবাদ'।


নতুন ভূমিকায় পন্থ


ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর তিনি মাঠের বাইরে। বাইশ গজে ফেরার লড়াই চালাচ্ছেন। ক্রাচ নিয়ে হাঁটাহাঁটি শুরু করেছেন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) ম্যাচে মাঠেও দেখা যাচ্ছে।


এবার বড় ভূমিকায় দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দেশের যুব সম্প্রদায়কে উৎসাহ দেবেন তিনি। আইপিএলের টিভি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস 'বিলিভ অ্যাম্বাসেডর' করেছে পন্থকে। এর আগে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, কে এল রাহুল ও শ্রেয়স আইয়ারদের সঙ্গেও চুক্তি করতে দেখা গিয়েছে স্টার স্পোর্টসকে। এবার সেই তালিকায় যুক্ত হল পন্থের নাম। বিরাট কোহলির সঙ্গেও চুক্তি রয়েছে স্টার স্পোর্টসের।


পন্থ বলেছেন, 'এই দায়িত্ব আমাকে যুব সম্প্রদায়ের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করবে। বিশেষ করে তরুণদের মধ্যে। ক্রিকেটের ক্ষমতা রয়েছে আনন্দ বয়ে আনার ও জীবনকে সমৃদ্ধ করার। আমি রুরকির মতো ছোট শহর থেকে উঠে এসেছি। বিশ্বাস করতাম, দেশের প্রতিনিধিত্ব করব। দেশকে গর্বিত করব। সেই স্বপ্ন সফল হয়েছে। আমি বিশ্বাস করি স্বপ্ন দেখলে ও পরিশ্রম করলে যেখান থেকেই উঠে আসুন না কেন, সফল হবেনই।'


আরও পড়ুন: কবে, কোথায় খেলা হবে ফাইনাল? প্রকাশিত হল আইপিএলের প্লে-অফের সূচি