কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ এপ্রিল পর্যন্ত সিবিআই হেফাজতে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা।
এদিন জীবনকৃষ্ণকে ফের হেফাজতে চেয়ে আদালতে সওয়াল করে সিবিআই। সিবিআই জানায়, 'তল্লাশির সময় প্রচুর নথি উদ্ধার হয়েছে। এজেন্ট হিসেবে কাজ করেছেন জীবনকৃষ্ণ। কোটি কোটি টাকা তুলেছেন অযোগ্য চাকরিপ্রার্থীদের থেকে। যারা মামলার চার্জশিটে অভিযুক্ত, তাঁদের টাকা পাঠানো হয়েছে। ফোন পুকুরে ফেলে তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা করেছেন।' পাল্টা আদালতে জীবনকৃষ্ণর আইনজীবী বলেন, 'ফোন সিবিআই সিজ করেছিল, রোজ মেয়ের সঙ্গে ফোনে কথা বলতেন। রাগে ফোন পুকুরে ফেলে দেন।’
'যে যে নথি পাওয়া গেছে, সেগুলি তো আপনার মক্কেলের বাড়িতে থাকার কথা নয়' জীবনকৃষ্ণর আইনজীবীকে পাল্টা বিচারকের। তৃণমূল বিধায়কের আইনজীবী বলেন, 'উনি একটা রাজনৈতিক দল করেন, অনেক শত্রু আছে। যেসব বেআইনি নথির কথা বলা হচ্ছে, সব ওনার বাড়ির থেকে পাওয়া যায়নি। কেউ সেখানে ফেলে যেতে পারে, একজন নির্দোষকে হেনস্থা করা হচ্ছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, এলাকায় অশান্তি হচ্ছে।' দুপক্ষের সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত ২৫ পর্যন্ত জীবনকৃষ্ণ সাহাকে সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত।
এদিকে, মুর্শিদাবাদের মোবাইল মিস্ট্রি নিয়ে গত কয়েকদিন ধরেই তেতে ছিল রাজ্য়-রাজনীতি। এবার, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার রহস্য়ে মোড়া সেই ফোন দুটি দিল্লির ফরেন্সিক ল্য়াবে পাঠানোর প্রক্রিয়া শুরু করল সিবিআই। গতকালই এব্য়াপারে অনুমতি দিয়েছে বিশেষ সিবিআই আদালত। সিবিআই সূত্রে খবর, আজই ২ আধিকারিক ফোন ২টি নিয়ে রাজধানীর উদ্দেশে রওনা দেবেন। জমা দেবেন দিল্লির ফরেন্সিক ল্য়াবে।
সিবিআই সূত্রে খবর, ২টি ফোনই অ্য়ানড্রয়েড। ওয়াটার রেসিসট্য়ান্ট। খুব বেশি ড্য়ামেজ হয়নি বলে অনুমান সিবিআইয়ের। আধিকারিকদের দাবি, এখন তাদের একটাই লক্ষ্য়, দ্রুত ফোন থেকে তথ্য় উদ্ধার। লুকোনো ভাণ্ডারের খোঁজ পাওয়া। এদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত জীবনকৃষ্ণকে আজই আলিপুর আদালতে পেশ করা হবে। এদিনই শেষ হচ্ছে তাঁর ৪ দিনের সিবিআই হেফাজতের মেয়াদ। সিবিআই সূত্রে খবর, জীবনের বিরুদ্ধে সমস্ত তথ্য়প্রমাণ, জেরা করে যা যা তথ্য় পাওয়া গেছে, পুরোটাই কেস ডায়রির মাধ্য়মে কোর্টে পেশ করা হবে। পাশাপাশি, জীবনের জামিনের আবেদনের বিরোধিতা করা হবে বলেও সিবিআই সূত্রে খবর।
আরও পড়ুন: Group D Job Seekers: হকের দাবিতে হামাগুড়ি, গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের রাজভবন অভিযান