নয়া দিল্লি : ২০২২-এর কমনওয়েলথ গেমসে যোগ দিচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India women’s cricket squad)। তাই সোমবার দল ঘোষণা করল বিসিসিআই। আগামী ২৮ জুলাই আসর বসছে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games)। চলবে ৮ অগাস্ট পর্যন্ত।
বিভিন্ন খেলা-সম্মিলিত এই আন্তর্জাতিক ইভেন্টে প্রথম বার মহিলা টি২০ টুর্নামেন্ট প্রতিযোগিতা হতে চলেছে। গ্রুপ এ-তে রয়েছে ভারত। একই বিভাগে রয়েছে- অস্ট্রেলিয়া, বার্বাডোজ ও পাকিস্তান। শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা রয়েছে গ্রুপ বি-তে।
পৃথক দুই বিভাগ থেকে দুটি করে দল উঠবে সেমিফাইনালে। টুর্নামেন্টের লিগ পর্যায়ে তিনটি ম্যাচ খেলবে ভরতীয় দল। নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। আগামী ২৯ জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ ভারতের। চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ রয়েছে ৩১ জুলাই। অগাস্টের ৩ তারিখে বার্বাডোজের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলবে ভারত।
আরও পড়ুন ; শ্রীলঙ্কাকে দুরমুশ করে ওয়ান ডে সিরিজ জিতল ভারত
সম্প্রতি ভারতীয় মহিলা ক্রিকেট দল শ্রীলঙ্কাকে একদিনের টুর্নামেন্টে হোয়াইটওয়াশ করে। এর আগে তাদেরই বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ সিরিজ ২-১ ব্যবধানে জেতে।
ভারতীয় দল :
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ অধিনায়ক), তানিয়া স্বপ্না ভাটিয়া (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা, রাজেশ্বরী গাইকোয়াড, পূজা বস্ত্রকার, মেঘনা সিং, রেণুকা ঠাকুর, জেমিমা রডরিগে, রাধা যাদব, হারলিন দেওল ও স্নেহ রানা।
উল্লেখ্য, সম্প্রতি ২৩ বছরের দীর্ঘ ক্রিকেটজীবনে দাঁড়ি টেনে অবসর নেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ। ট্যুইটারে নিজেই জানান এই খবর। এর আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন মহিলা ক্রিকেট বিশ্বকাপ তার শেষ টুর্নামেন্ট হতে পারে। টুইটারে একটি আবেগঘন পোস্টও করেন তিনি। মিতালি রাজ আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু করেন ১৯৯৯ সালে। ভারতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে বেশিদিন সময় লাগেনি তাঁর।