মুম্বই: কেউ বলেছিলেন চোট, কেউ তুলে ধরেছিলেন মানসিক স্বাস্থ্যের কথা। এড়িয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। সেই শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ও ঈশান কিষাণের (Ishan Kishan) বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তাঁদের ছেঁটে ফেলা হয়েছে বোর্ডের .বার্ষিক চুক্তির তালিকা থেকে। কিন্তু চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পরেও চুক্তির আওতায় রাখা হয়েছে হার্দিক পাণ্ড্যকে (Hardik Pandya)। যা নিয়ে এবার প্রশ্ন তুললেন ইরফান পাঠান (Irfan Pathan)।
জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান জানিয়েছেন, মূলত সীমিত ওভারের ক্রিকেট খেলা হার্দিককে কেন জাতীয় দলে না থাকলে ঘরোয়া সাদা বলের ক্রিকেটে খেলতে বলা হবে না।
বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে আর খেলেননি হার্দিক। তবে বোর্ডের এ ক্যাটাগরিতে থেকে গিয়েছেন হার্দিক। যা সবচেয়ে লাভবান গ্রুপ এ প্লাসের ঠিক পরেই। তবে শ্রেয়স ও ঈশানের ক্ষেত্রে কড়া অবস্থান নিয়েছে বোর্ড। যা দেখে ইরফান এক্স হ্যান্ডলে লিখেছেন, 'শ্রেয়স ও ঈশান, দুজনই প্রতিভাবান ক্রিকেটার। আশা করছি ওরা ঘুরে দাঁড়াবে ও আরও শক্তিশালী হয়ে ফিরবে।' তারপরই কিছুটা যেন সুর চড়িয়ে লিখেছেন, 'যদি হার্দিক লাল বলের ক্রিকেট খেলতে না চায় তাহলে কি ওকে ভারতীয় দলে না থাকলে ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ফর্ম্যাটে খেলতে বলা উচিত না? এটা সকলের ক্ষেত্রে প্রযোজ্য না হলে ভারতীয় ক্রিকেট কাঙ্খিত জায়গায় পৌঁছতে পারবে না।'
বারবার বলা হলেও ঘরোয়া ক্রিকেট না খেলায় বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে শ্রেয়স ও ঈসানকে। সকলের ক্ষেত্রে কেন এক নিয়ম হবে না, ঘুরিয়ে প্রশ্ন তুললেন ইরফান।
আরও পড়ুন: স্থানীয় ম্যাচে গড়াপেটার চাঞ্চল্যকর অভিযোগ কোহলির সতীর্থের, রিপোর্ট চেয়ে পাঠাল সিএবি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে