কলকাতা: অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন সন্দেশখালির 'ত্রাস' শেখ শাহজাহান। ৫৬ দিনের মাথায় তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিল রাজ্য পুলিশ। শাহজাহানের গ্রেফতারিতে খুশি রাজ্যপাল সিভি আনন্দ বোস। শাহজাহানের গ্রেফতারি নিয়ে আগেই রাজ্য সরকারকে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। শাহজাহানের গ্রেফতারিতে তাঁর বক্তব্য, "বাংলায় আবার আইন-শৃঙ্খলার সূর্যোদয় হবে।" (CV Ananda Bose)


শাহজাহানকে গ্রেফতার করে বৃহস্পতিবার বহিসরহাট মহকুমা আদালতে তোলে পুলিশ। আপাতত ১০ দিনের পুলিশি হেফাজত হয়েছে তাঁর। শাহজাহানের গ্রেফতারিতে সন্দেশখালিতে এই মুহূর্তে অকাল হোলি শুরু হয়েছে। শাহজাহানের গ্রেফতারিতে খুশি রাজ্যপালও। তিনি বলেন, "আমি বলেছিলাম, সুড়ঙ্গের শেষে আলো রয়েছে। এটাই গণতন্ত্র। আমরা অপেক্ষা করছিলাম। যেটা বাস্তবে ঘটেছে, প্রত্যেকের জন্যই একটা শিক্ষা। আশা করি, বাংলায় আবার আইন-শৃঙ্খলার সূর্য উঠবে। ভাল কিছু ঘটছে বলে আমি খুশি।" (Governor on Sheikh Shahjahan)


আপাতত শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত। ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানিয়েছেন, গতকাল রাতে মিনাখাঁ থানা এলাকার বামনপুকুর থেকে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে।আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ভোরবেলা বসিরহাট মহকুমা আদালতে নিয়ে গিয়ে তাঁকে কোর্ট লক আপে রাখা হয়। তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ একাধিক অভিযোগ রয়েছে। এর মধ্যে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ। 


আরও পড়ুন: Sheikh Shahjahan: অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান, ৫৫ দিন পর পুলিশের জালে 'সন্দেশখালির ত্রাস'


চাপের মুখে ৫৬ দিনের মাথায় সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। আর তার পরই সন্দেশখালিকাণ্ডের তদন্তভার নিল CID। গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে ED এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনার তদন্ত করবে রাজ্য গোয়েন্দা পুলিশ। এছাড়া, ন্যাজাট থানায় রাজ্য পুলিশের স্বতঃপ্রণোদিত মামলাও রুজু হয়েছে। ওই মামলায় শেখ শাহজাহানকে অ্যারেস্ট দেখানো হয়েছে। বসিরহাট মহকুমা আদালত থেকে এদিন তৃণমূল নেতাকে সোজা ভবানী ভবনে আনা হয়। সেখানেই তাঁকে জেরা করবেন CID আধিকারিকরা। 


সন্দেশখালিতে তৃণমূলের দাপুটে নেতা বলেই পরিচিত ছিলেন শাহজাহান। কিন্তু গত দুই মাসে তাঁর বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ উঠে এসেছে। গত কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। বারবা র শেখ শাহজাহানের গ্রেফতারির দাবি জানাচ্ছিলেন তাঁরা। গতকাল সন্ধে থেকেই তৃণমূল নেতার খাস তালুক সরবেড়িয়া থেকে শুরু করে সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাজুড়ে চাপা উত্তেজনা ছিল, তারমধ্যেই খবর আসে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন।