মুম্বই: আসন্ন এশিয়ান গেমসে (Asian Games) অংশ নেবে ভারতের পুরুষ ও মহিলা ক্রিকেট দল। শুক্রবার মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এপেক্স কাউন্সিলের বৈঠক আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সিলমোহর দিল। সেই সঙ্গে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বহাল থাকছে বলে সিদ্ধান্ত নেওয়া হল।


তবে এশিয়ান গেমসে পুরুষদের বিভাগে বিরাট কোহলি, রোহিত শর্মা-সমৃদ্ধ শক্তিশালী প্রথম সারির দল নয়, খেলবে দ্বিতীয় সারির দল। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পুরুষদের ক্রিকেটে সুযোগ পেতে পারেন জুনিয়ররা। তবে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মহিলাদের ক্রিকেটে ভারতের সেরা দলই অংশ নেবে।


এশিয়ান গেমসের ইতিহাসে এর আগে তিনবার ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছে। এর আগে ২০১৪ সালে ইঞ্চিয়ন এশিয়ান গেমসে ক্রিকেট ছিল। তবে ভারত সেবার ক্রিকেটে অংশ নেয়নি। 


৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে প্রস্তুতি ম্যাচও খেলবে টিম ইন্ডিয়া। স্বাভাবিকভাবেই এশিয়ান গেমসে খেলার জন্য মূল সারির কোনও ক্রিকেটারকে ছাড়তে পারবে না বোর্ড। তবে বিশ্বকাপের দলে যাঁরা সুযোগ পাবেন না, তাঁদের দেখা যেতে পারে এশিয়ান গেমসে।


ভারতীয় বোর্ড থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, আন্তর্জাতিক ক্রিকেটের এত ঠাসা সূচি যে, এশিয়ান গেমসে অংশ নেওয়া কার্যত অসম্ভব ছিল। তবে জাতীয় স্বার্থের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরুষ ও মহিলা, দুই বিভাগেই সোনা জয়ের ব্য়াপারে ফেভারিট ভারতই।


 






১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি। আইপিএলের মতোই সেখানে ইমপ্যাক্ট প্লেয়ার ব্যবহার করা যাবে। গতবার সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতেও ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ছিল। তবে নিয়মটা একটু আলাদা ছিল। টসের সময়ই জানিয়ে দিতে হতো, কে হবেন ইমপ্যাক্ট প্লেয়ার। আর ইমপ্যাক্ট প্লেয়ারকে ১৪ ওভারের মধ্যে নামিয়ে দিতে হতো। আইপিএলে অবশ্য সেই নিয়ম অনেকটাই বদলে যায়। সেই সংশোধিত নিয়মই ব্যবহৃত হবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে।


আরও পড়ুন: ABP Exclusive: ধোনিকে ভারতের কোচ হিসাবে দেখার প্রার্থনা, দুঃস্থ বাচ্চাদের সঙ্গে কেক কাটবেন রামবাবু


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      


https://t.me/abpanandaofficial