প্রতি ম্যাচে ৩.৮০ কোটি টাকার চুক্তি, আরও ৫ বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজে বিসিসিআই-এর স্পনসর পেটিএম
Web Desk, ABP Ananda | 21 Aug 2019 06:57 PM (IST)
২০১৫ সালে চার বছরের জন্য বিসিসিআই-এর স্পনসর হয়েছিল পেটিএম। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আজ নতুন চুক্তির কথা ঘোষণা করল বিসিসিআই।
নয়াদিল্লি: আরও পাঁচ বছরের জন্য ঘরোয়া ও আন্তর্জাতিক ম্যাচে বিসিসিআই-এর স্পনসর থেকে গেল পেটিএম। ম্যাচপিছু ৩.৮০ কোটি টাকার চুক্তি হয়েছে। ২০১৫ সালে চার বছরের জন্য বিসিসিআই-এর স্পনসর হয়েছিল পেটিএম। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর আজ নতুন চুক্তির কথা ঘোষণা করল বিসিসিআই। এক বিবৃতিতে বিসিসিআই সিইও রাহুল জোহরি জোহরি জানিয়েছেন, ‘বিসিসিআই-এর হোম সিরিজের স্পনসর হিসেবে পেটিএম-এর নাম ঘোষণা করছি। পেটিএম ভারতের নতুন প্রজন্মের একটি সংস্থা। ভারতীয় ক্রিকেটের প্রতি পেটিএম-এর দীর্ঘদিনের দায়বদ্ধতায় বিসিসিআই গর্বিত। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঘরের মাঠে সিরিজের জন্য ৩২৬.৮০ কোটি টাকা দেবে পেটিএম। এর আগে এই সংস্থা ম্যাচপিছু ২.৪ কোটি টাকা করে দিত। নতুন চুক্তি অনুযায়ী প্রতি ম্যাচে ৩.৮০ কোটি টাকা দেবে।’