নয়াদিল্লি: লর্ডস টেস্টে জোফ্রা আর্চারের বাউন্সারে স্টিভ স্মিথ চোট পাওয়ার পর থেকেই ক্রিকেটবিশ্বে নেক গার্ড ব্যবহার বাধ্যতামূলক করার দাবি উঠলেও, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার ক্রিকেটারদের উপরেই ছেড়ে দিতে চাইছে বিসিসিআই।


এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘নতুন নিয়ম চালু হওয়ার পরেই অধিনায়ক ও কোচিং স্টাফের সদস্যদের সেটি জানিয়ে দিয়েছে বিসিসিআই। আমরা তাঁদের জানিয়ে দিয়েছি, চোট-আঘাত থেকে বাঁচার জন্য নেক গার্ড সহ হেলমেট পরতে পারেন। শিখর ধবনের মতো কয়েকজন ক্রিকেটার নেক গার্ড ব্যবহারও করছেন। তবে আমরা কাউকে জোর করতে পারি না। হেলমেট স্বস্তির বিষয়।’

বিসিসিআই সূত্রে আরও খবর, ফিলিপ হিউজেসের মৃত্যুর পর হেলমেটের বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হয়েছিল। তবে ক্রিকেটাররা যদি সাধারণ হেলমেট পরেই স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে তাঁদের নেক গার্ড পরতে বাধ্য করা হবে না। নেক গার্ড পরলে কয়েকজন ক্রিকেটার অস্বস্তিও বোধ করতে পারেন। তাই আইসিসি যতদিন না নেক গার্ড ব্যবহার বাধ্যতামূলক করে দিচ্ছে, ততদিন এ বিষয়ে সিদ্ধান্ত ক্রিকেটারদের উপরেই ছেড়ে দেওয়া হচ্ছে।

হরভজন সিংহও নেক গার্ড বাধ্যতামূলক করার পক্ষে নন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘শর্ট বল খেলার বিষয়ে আমি সবসময় সুনীল গাওস্করের কথা শুনব। শেষ মুহূর্ত পর্যন্ত বলের উপর নজর রাখতে হবে। কখনও কখনও শরীরে বল লাগতেই পারে। তবে সবটাই টেকনিকের উপর নির্ভর করে। অতীতের বোলারদের দেখুন। মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, ইমরান খান, আমাদের সময়ে শোয়েব আখতার, ব্রেট লি-র মতো বোলার ছিলেন। তাঁরা সবাই জোরে বল করতেন।’