বিরাটের পাশে বিসিসিআই, ডিআরএস বিতর্কে আইসিসি-র হস্তক্ষেপ দাবি
Web Desk, ABP Ananda | 08 Mar 2017 05:21 PM (IST)
নয়াদিল্লি: বেঙ্গালুরু টেস্টে ডিআরএস বিতর্কে এবার আইসিসি-র হস্তক্ষেপ দাবি করল বিসিসিআই। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথের বিরুদ্ধে ভারতের অধিনায়ক বিরাট কোহলির অভিযোগকেই সমর্থন করে বিসিসিআই এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ডিআরএস সংক্রান্ত বিতর্কিত ঘটনার ভিডিও রিপ্লে দেখার পর সুচিন্তিতভাবে ভারতীয় দল ও অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়াচ্ছে বিসিসিআই। বিরাট কোহলি একজন পরিণত ক্রিকেটার। মাঠে তাঁর আচরণ আদর্শস্বরূপ। আইসিসি এলিট প্যানেলের আম্পায়ারা নাইজেল লংও কোহলিকে সমর্থন করেন। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে নিয়মবিরুদ্ধভাবে মাঠের বাইরে থেকে সাহায্য নেওয়ায় বাধা দেন।’ বেঙ্গালুরু টেস্টে হারের পর স্মিথ দাবি করেছেন, তাঁর মাথা কাজ করছিল না। সেই কারণেই এলবিডব্লু হওয়ার পর ডিআরএস নেওয়ার আগে ড্রেসিংরুমের দিকে তাকিয়েছিলেন। এই কথা উল্লেখ করেই আইসিসি-র হস্তক্ষেপ দাবি করেছে বিসিসিআই।