নয়াদিল্লি: ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় প্রতিশ্রতিমান ওপেনার পৃথ্বী শ-কে আট মাসের জন্য সব ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সাসপেন্ড করল বিসিসিআই। ১৯ বছরের পৃথ্বী ২০১৮ তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। অস্ট্রেলিয়া সিরিজের দলে থাকলেও চোটের জন্য দেশে ফিরে আসতে হয়েছিল তাঁকে। বর্তমানে কোমরের চোটের জন্য রিহ্যাব চলছে তাঁর। সৈয়দ মুস্তাক আলি টি ২০ টুর্নামেন্ট চলাকালে  ডোপ পরীক্ষায়  তাঁর মূত্রের নমুনায় নিষিদ্ধ বস্তু টারবুটালাইন পাওয়া যায়।
পৃথ্বী ছাড়াও আরও দুই ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়- বিদর্ভের অক্ষয় দুলারওয়ার ও রাজস্থানের দিব্যা গজরাজও ক্রিকেট বোর্ডের ডোপিং-বিরোধী বিধি লঙ্ঘন করেছেন।
বিসিসিআই এক বিবৃতিতে জানানো হয়েছে, মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত পৃথ্বীকে ডোপিং  বিধি লঙ্ঘনের জন্য সাসপেন্ড করা হয়েছে। অসাবধানতাবশতঃ তিনি একটি নিষিদ্ধ সামগ্রী খেয়ে ফেলেছিলেন। ওই সামগ্রী সাধারণত কাফ সিরাপে থাকে।
১৬ মার্চ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত পৃথ্বীর সাসপেনশনের মেয়াদ। এরফলে তাঁর ঘরের মাঠে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দলে থাকার সম্ভাবনা থাকল না।