বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রিন্স রাম নিবাস যে জন্ম শংসাপত্র জমা দিয়েছেন, তাতে দেখা যাচ্ছে তাঁর জন্ম ২০০১ সালের ১২ ডিসেম্বর। কিন্তু সিবিএসই থেকে যে তথ্য পেয়েছে বিসিসিআই, তাতে দেখা যাচ্ছে তাঁর জন্ম ১৯৯৬ সালের ১০ জুন। তিনি ২০১২ সালে দশম শ্রেণির পরীক্ষা দেন। ২০১৮-১৯ মরসুমে তিনি দিল্লির অনূর্ধ্ব-১৯ দলে ছিলেন। ২০১৯-২০ মরসুমের জন্য ফের তাঁর নাম নথিভুক্ত হয়। বয়স ভাঁড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।’ বয়স ভাঁড়ানোর অভিযোগ, ২ মরসুমের জন্য নির্বাসিত দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার প্রিন্স রাম নিবাস
Web Desk, ABP Ananda | 02 Dec 2019 03:36 PM (IST)
তিনি ২০২০-২১ ও ২০২১-২২ মরসুমে ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে পারবেন না।
নয়াদিল্লি: বয়স ভাঁড়ানোর দায়ে নির্বাসিত হলেন দিল্লির অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার প্রিন্স রাম নিবাস। তিনি ২০২০-২১ ও ২০২১-২২ মরসুমে ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে পারবেন না। নির্বাসনের মেয়াদ শেষ হওয়ার পর সিনিয়র দলের হয়ে খেলতে পারবেন তিনি।