নয়াদিল্লি: প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে বিদেশে টি-২০ লিগে খেলা হচ্ছে না ইউসুফ পাঠানের। হংকংয়ের লিগে খেলার অনুমতি দিয়েও বাতিল করে দিল বিসিসিআই। ক্রিকেট মহলের খবর, ইউসুফের দেখাদেখি অন্যান্য ক্রিকেটাররাও বিদেশের লিগে খেলার অনুমতি চাওয়া শুরু করতেই বেঁকে বসেছে বিসিসিআই।
এর আগে ভারতের উইকেটকিপার দীনেশ কার্তিক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাঁকে অনুমতি দেওয়া হয়নি। যদিও ইউসুফকে প্রথমে হংকংয়ে খেলার অনুমতি দেওয়া হয়েছিল। পরে সেই অনুমতি বাতিল করা হল।
বিসিসিআই-এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ভারতীয় ক্রিকেটাররা বিদেশের লিগে খেললে দেশের মানুষ সেই খেলা দেখবেন। এর ফলে বিসিসিআই-এর স্পনসররাও বিদেশের লিগে বিনিয়োগ করতে চাইবেন। সেই কারণেই ভারতীয় ক্রিকেটারদের বিদেশে খেলার অনুমতি দেওয়া হবে না।
অন্য ক্রিকেটাররাও যেতে চাইছেন, ইউসুফকে হংকংয়ে টি-২০ লিগে খেলার অনুমতি বাতিল বিসিসিআই-এর
Web Desk, ABP Ananda
Updated at:
15 Feb 2017 02:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -