মুম্বই: বিশ্বক্রিকেটে লিঙ্গ বৈষম্য নিয়ে সাম্প্রতিক অতীতে অনেক জল্পনা-কল্পনা, তর্ক-বিতর্ক শোনা গিয়েছে। ভারতীয় বোর্ডকে (BCCI) বিশ্বক্রিকেটের পথপ্রদর্শক হিসাবে অনেকেই মনে করেন। মহিলা ক্রিকেট নিয়ে বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে অতীতে বেশ সমালোচনা শোনা গিয়েছে। তবে সেই অভিযোগ ধীরে ধীরে কমছে। মহিলাদের আইপিএলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল বোর্ডের তরফে। এবার বৈষম্য দূর করতে আরও এক বড় পদক্ষেপ নিল বিসিসিআই।


শাহের ঘোষণা


এবার থেকে সমান ম্যাচ ফি পাবেন দেশের পুরুষ ও মহিলা ক্রিকেটাররা। আজই এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ (Jay Shah)। তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই সিদ্ধান্তের ঘোষণা করে লেখেন, 'বৈযম্য দূর করতে বিসিসিআইয়ের প্রথম পদক্ষেপ ঘোষণা করতে পারায় আমি খুবই খুশি। আমরা আমাদের চুক্তিবদ্ধ মহিলা ক্রিকেটারদের সমান সংখ্যক বেতন দিতে চলেছি। ভারতীয় ক্রিকেট লিঙ্গ বৈষম্য দূর করে এক নতুন যুগের দিকে অগ্রসর হতে চলেছে যেখানে পুরুষ ও মহিলা, উভয় ক্রিকেটাররাই সমান বেতন পাবেন।'


 






বেতন কত?


কত বেতন পাবেন হরমনপ্রীত কৌররা? সেই বিষয়ও কোনওরকম রাখঢাক না করে স্পষ্ট জানিয়ে জয় শাহ। 'ভারতীয় মহিলা ক্রিকেটাররা ভারতীয় পুরুষ ক্রিকেটারদের সমান সংখ্যক বেতন পাবেন। তা টেস্ট হোক (ম্যাচ পিছু ১৫ লক্ষ টাকা করে) বা ওয়ান ডে (ম্যাচ পিছু ৬ লক্ষ টাকা করে) বা টি-টোয়েন্টি (ম্যাচ পিছু ৩ লক্ষ টাকা করে)। আমি মহিলা ক্রিকেটারদের সমান বেতন দেওয়ার কথা দিয়েছিলেন। আমার কথা রাখতে পেরেছি এবং এর জন্য আমি বোর্ডের নতুন কমিটিকে ধন্যবাদ জানাতে চাই।' জানান জয় শাহ। প্রসঙ্গত,ত ভারতীয় মহিলা দল সদ্যই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। তার পরপরই এই সিদ্ধান্ত জানানো হল।


 আরও পড়ুন: অর্ধশতরান রোহিতের, রানের গতি বাড়াচ্ছে ভারত