মুম্বই: গত মরশুমের রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) তিনি করেছিলেন ৭৯৮ রান। তবে ইরানি কাপে অবশিষ্ট ভারতীয় দলে (Rest Of India) খেলা হচ্ছে না বাংলার অভিমন্যু ঈশ্বরনের। টাইফয়েডে আক্রান্ত তিনি। ১৫ সদস্যের দলে বাংলা থেকে একমাত্র সুযোগ পেলেন পেসার আকাশ দীপ। যিনি এশিয়া কাপে ভারতীয় দলেও রয়েছেন।


বৃহস্পতিবার ইরানি কাপের (Irani Cup) জন্য অবশিষ্ট ভারতীয় দল ঘোষণা করা হল। ১৫ জনের দল তৈরি করা হয়েছে। সেই দলের নেতৃত্ব দেওয়া হয়েছে হনুমা বিহারিকে। ইরানি কাপ খেলা হয় রঞ্জি চ্যাম্পিয়ন দলের সঙ্গে অবশিষ্ট ভারতের। ১ অক্টোবর থেকে রাজকোটে এবারের ইরানি কাপে মুখোমুখি রঞ্জি ট্রফি জয়ী সৌরাষ্ট্র ও অবশিষ্ট ভারত। 


গত জুলাই মাসে হনুমার নেতৃত্বেই দলীপ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণাঞ্চল। সেই দলের তিন ক্রিকেটার রয়েছেন অবশিষ্ট ভারতীয় দলে। ময়ঙ্ক অগ্রবাল, বি সাই সুদর্শন ও জোরে বোলার ভি কাভেরাপ্পা। প্রথম পছন্দের উইকেটকিপার হিসাবে রয়েছেন কে এস ভরত। বিকল্প হিসাবে রাখা হয়েছে ধ্রুব জুরেলকে। তবে আশ্চর্যজনকভাবে দলে নেই ৫০ উইকেট নিয়ে রঞ্জি ট্রফির সর্বোচ্চ উইকেটশিকারি, কেরলের ক্রিকেটার জলজ সাক্সেনা।

 

ভারতীয় এ দলে খেলা একাধিক ক্রিকেটার এশিয়ান গেমসে খেলতে চিনের হাংঝাউতে রয়েছেন বলে অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়েছে যশ ধুল ও রোহন কুন্নুম্মালকে। দলীপ ট্রফিতে ব্যর্থ হলেও রয়েছেন সরফরাজ খান।

 

শক্তিশালী দল গড়েছে সৌরাষ্ট্র। চেতেশ্বর পূজারা ও জয়দেব উনাদকট রয়েছেন দলে।                   




 



অবশিষ্ট ভারতীয় দলহনুমা বিহারি (অধিনায়ক), কে এস ভরত, ময়ঙ্ক অগ্রবাল, যশ ধুল, শামস মুলানি, সাই সুদর্শন, সরফরাজ খান, পুলকিত নারাঙ্গ, সৌরভ কুমার, যশ দয়াল, নবদীপ সাইনি, ভি কাভেরাপ্পা, আকাশ দীপ, রোহন কুন্নুম্মাল ও ধ্রুব জুরেল।


সৌরাষ্ট্র দল: জয়দেব উনাদকাট (অধিনায়ক), চেতেশ্বর পূজারা, শেলডন জ্যাকসন, অর্পিত বাসবডা, হার্ভিক দেশাই, ধর্মেন্দ্রসিংহ জাডেজা, প্রেরক মাঁকড়, চিরাগ জানি, জয় গোহিল, পার্থ ভুট, বিশ্বরাজ সিংহ জাডেজা, সমর্থ ব্য়াস, যুবরাজ সিংহ দোদিয়া, কুশঙ্গ পটেল, স্নেল পটেল ও দেবাঙ্গ কারামতা।


আরও পড়ুন: ABP Exclusive: হাতে দইয়ের হাঁড়ি, মুরলীধরন বলছেন, বিশ্বকাপে গেমচেঞ্জার হবেন কোহলি-বুমরা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial