নয়াদিল্লিআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-র সঙ্গে আরও তীব্র সংঘাতের পথে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।


খবরে প্রকাশ, গত ১ অগস্ট ও ৩১ অক্টোবরের মধ্যে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার জন্য ভারতীয় মহিলা দলের ৬ পয়েন্ট কেটেছে আইসিসি।


এর বিরুদ্ধে আইসিসি-র কাছে অভিযোগ দায়ের করে বোর্ড দাবি করেছে, নিয়মের নামে মহিলা দলকে ‘সফট টার্গেট’ করা হয়েছে। সূত্রের খবর, মহিলাদের প্রতি ‘অন্যায়ের’ প্রতিবাদস্বরূপ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিতে পারে পুরুষ দল।


বোর্ডের এক ক্ষুব্ধ কর্তা এদিন জানান, দুই দেশের মধ্যে কী পরিস্থিতি রয়েছে, তা ভালমতোই জানে আইসিসি। ভারতীয় সেনা জওয়ানরা শহিদ হচ্ছেন। ফলে এখন পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলার মানসিকতা নেই। আইসিসি চেয়ারম্যান জানেন যে, এর জন্য সরকারের অনুমতি প্রয়োজন।


তিনি যোগ করেন, এর থেকে বোঝা যাচ্ছে, আইসিসি পাকিস্তানের হয়ে কথা বলছে। ওই কর্তা আরও জানান, মহিলারা খেললে আইসিসি তখন বলবে, তাহলে পুরুষরা খেললে ক্ষতি কোথায়? কিন্তু ওরা জানে, তা সম্ভব নয়। তিনি হুঁশিয়ারি দেন, আইসিসি এই সিদ্ধান্ত না বদলালে, পরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না ভারত।


প্রসঙ্গত, আইসিসি-র বর্তমান সভাপতি হলেন শশাঙ্ক মনোহর। বর্তমান পদের আগে অবধি তিনি বিসিসিআই-এর সভাপতির পদে আসীন ছিলেন। কিন্তু, আইসিসি-র স্বাধীন সভাপতি হওয়ার পর থেকেই ভারতীয় বোর্ডের সঙ্গে সংঘাতের শুরু মনোহরের।


কখনও মোট আয়ের ওপর ভারতের ভাগ পরিবর্তন করা হোক বা ওয়ার্কিং গ্রুপে ভারতকে বাদ দেওয়াই হোক—বিভিন্ন ইস্যুতে অনুরাগ ঠাকুর নেতৃত্বাধীন বিসিসিআই-এর সঙ্গে সংঘাত বেঁধেছে আইসিসি-র।


এবার তা আরও তীব্র আকার ধারণ করল বলেই মনে করা হচ্ছে।