মুম্বই: বহুদিন ধরেই মহিলাদের আইপিএল (Women's IPL 2023) আয়োজন নিয়ে জল্পনা কল্পনা চলছিল। একপ্রকার ঠিকই হয়ে গিয়েছিল যে পরের বছরই প্রথম মহিলা আইপিএল আয়োজিত হতে চলেছে। এবার এই বিষয়ে সিলমোহরও পড়ল। ২০২৩ সালেই ভারতে বসতে চলেছে মহিলাদের আইপিএলের আসর। বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার (BCCI AGM) পর, সরকারিভাবেই এই কথা বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। 


বিশ্বকাপের পরেই মহিলা আইপিএল?


৯১তম বার্ষিক সাধারণ সভার পর বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়, 'সাধারণ কমিটির তরফে মহিলাদের আইপিএল আয়োজনের বিষয়ে সম্মতি দেওয়া হয়েছে।' পরের বছর ২৬ ফেব্রুয়ারি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হচ্ছে। তার পর পরই দেশে বসবে মহিলাদের প্রথম আইপিএলের আসর। পাঁচটি দল প্রথম মহিলা আইপিএলে অংশগ্রহণ করতে চলেছে। খবর অনুযায়ী বিসিসিআই মহিলাদের আইপিএলে মোট ২২টি ম্যাচ আয়োজিত করবে। প্রতিটি স্কোয়াডে ১৮জন খেলোয়াড় থাকলেও, পাঁচজনের বেশি বিদেশি কোনও দলের একাদশেই থাকতে পারবে না। এক্ষেত্রে চারজন পূর্ণ সদস্য দেশগুলির  এবং একজন অ্যাসোসিয়েট দেশের খেলোয়াড় হবেন। 


পাকিস্তানে খেলবে না ভারত


এই সাধারণ সভাতে আরও একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম হল এশিয়া কাপ (Asia Cup 2023)। পরের বছর পাকিস্তানে এশিয়া কাপের আসর বসার কথা। তবে ভারত ও পাকিস্তানের মধ্যেকার রাজনৈতিক পরিস্থিতি একেবারেই ভাল নয়। তাই পাকিস্তানে এশিয়া কাপে ভারত অংশগ্রহণ করবে কি না, সেই নিয়ে জল্পনা ছিলই। এবার এই নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্ট করে দিলেন সচিব জয় শাহ (Jay Shah)। 


সাধারণ বার্ষিক সভা শেষে জয় শাহ জানান, 'আমরা নিরপেক্ষ স্থানে এশিয়া কাপ খেলার সিদ্ধান্ত নিয়েছি।' পরের বছর ৫০ ওভার ফর্ম্যাটে এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা। তবে নিরপেক্ষ স্থানে এশিয়া কাপ আয়োজন কিন্তু নতুন কিছু নয়। এ বছরই শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজিত হওয়ার কথা থাকলেও, রাজনৈতিক অস্থিরতায় তা সরিয়ে আমিরশাহিতে আয়োজন করা হয়। সেই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান দুইবার একে অপরের মুখোমুখিও হয়। আসন্ন বছরেও, তেমনই কোনও নিরপেক্ষ স্থানে এশিয়া কাপ আয়োজিত হবে কি না, সেটাই দেখার। প্রসঙ্গত, জয় শাহ ভারতীয় বোর্ডের সচিব হওয়ার পাশাপাশি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি।


আরও পড়ুন: সৌরভের আমলে তিন বছরে বোর্ডের আয় ছয় হাজার কোটি!