নয়াদিল্লি: ভারতের জাতীয় দলে ফিরে আসার চেষ্টার মধ্যেই ধাক্কা খেলেন অলরাউন্ডার ইউসুফ পাঠান। গত বছর ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় ইউসুফের ওপর পাঁচমাসের নিষেধাজ্ঞা আরোপ করল বিসিসিআই। যেহেতু ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার ঘটনা গত বছরের। তাই ওই নিষেধাজ্ঞা চলতি বছরের ১৪ জানুয়ারিতেই শেষ হয়ে যাবে।
বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ডোপিং লঙ্ঘনের জন্য ইউসুফ পাঠানকে সাসপেন্ড করা হয়েছে। ইউসুফ ভুলবশত একটি নিষিদ্ধ বস্তু খেয়েছিলেন, যা সাধারণত কাফ সিরাপে থাকে।
গত বছরের ১৬ মার্চ একটি ঘরোয়া টি ২০ টুর্নামেন্টে চলাকালে বোর্ডের ডোপিং পরীক্ষার জন্য ইউসুফ তাঁর মূত্রের নমুনা পাঠিয়েছিলেন। সেই নমুনায় টারবুটালাইন পাওয়া যায়। ওয়াডার নিষিদ্ধ বস্তুর তালিকায় রয়েছে টারবুটালাইন।
ভারতের হয়ে ৫৭ টি একদিনের ও ২২ টি ২০ ম্যাচ খেলেছেন ইউসুফ। বোর্ডের ডোপিং বিরোধী আইনের ২.১ ধারায় অভিযুক্ত হন এবং লঙ্ঘনের বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। বোর্ডকে ইউসুফ জানান, ভুলবশত তাঁকে টারবুটালাইন সমন্বিত ওষুধ তাঁকে দেওয়া হয়েছিল।
বোর্ড জানিয়েছে, ইউসুফ যে ব্যাখ্যা দিয়েছেন তা সন্তোষজনক। তিনি যে বস্তু গ্রহণ করেছিলেন তা শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রতিরোধের জন্য। তিনি পারফরম্যান্স বাড়ানোর জন্য ওই নিষিদ্ধ বস্তু সেবন করেননি।
সমস্ত দিক বিবেচনা করে বোর্ড তাঁর ওপর পাঁচ মাসের নিষেধাজ্ঞা আরোপ করে। গত বছরের ২৮ অক্টোবর বোর্ড ইউসুফকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। বোর্ড শেষপর্যন্ত ইউসুফের নিষেধাজ্ঞার সময়সীমা গত বছরের ১৫ আগস্ট থেকে আরোপের সিদ্ধান্ত নেয়। এরফলে ওই নিষেধাজ্ঞা আগামী ১৪ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।
এরফলে তাঁর আইপিএলে খেলার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। কারণ, আইপিএলের নিলাম হবে ২৭-২৮ জানুয়ারি।
সাজা ঘোষণার পর ইউসুফ বলেছেন, ভারত ও তাঁর নিজের রাজ্য দল বরোদার হয়ে খেলাটা তাঁর কাছে গর্বের বিষয়। তাই এমন কিছু তিনি করবেন না, যাতে মাতৃভূমি ও বরোদার বদনাম হয়। ভবিষ্যতে ওষুধ খাওয়ার ব্যাপারে আরও বেশি সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন ইউসুফ।
ডোপ টেস্টে ব্যর্থ, পাঁচ মাস নিষিদ্ধ ইউসুফ পাঠান, তবে খেলতে পারবেন আইপিএলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jan 2018 03:56 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -