নয়াদিল্লি: জাতীয় ডোপবিরোধী সংস্থা নাডা-র সঙ্গে আওতায় আসতে রাজি হল ভারতীয় ক্রিকেট বোর্ড। দীর্ঘ টালবাহানার পর। শুক্রবার এ কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়ামন্ত্রকের সচিব রাধেশ্যাম ঝুলনিয়া।
শুক্রবার বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রাহুল জোহরির সঙ্গে বৈঠক করেন ঝুলনিয়া। বৈঠকের পর ক্রীড়াসচিব জানান যে, নাডার ডোপবিরোধী সমস্ত শর্ত মেনে নেওয়ার কথা লিখিতভাবে জানিয়েছে বোর্ড। সংবাদসংস্থা পিটিআইকে ঝুলনিয়া বলেন, ‘এবার থেকে সমস্ত ক্রিকেটারের ডোপ পরীক্ষা করবে নাডা। বোর্ড আমাদের কাছে তিনটি সমস্যার কথা তুলে ধরেছিল। ডোপ পরীক্ষার সরঞ্জামের গুণগত মান, প্যাথোলজিস্টদের যোগ্যতা ও নমুনা সংগ্রহের পদ্ধতি নিয়ে। আমরা বোর্ডকে আশ্বস্ত করেছি যে, ওদের দাবিমতোই সমস্ত আয়োজন করা হবে। তবে তার জন্য কিছু খরচ হবে।’
এর আগে নাডার চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে বারবার আপত্তি জানিয়েছে বোর্ড। হোয়ারঅ্যাবাউট ক্লজ নিয়ে তাদের চূড়ান্ত আপত্তি ছিল। যে নিয়মে ক্রিকেটারদের সারাবছরের গতিবিধি জানাতে হবে নাডাকে। পাশাপাশি বোর্ডের বক্তব্য ছিল যে, নাডা কোনও কেন্দ্রীয় সরকারি সংস্থা নয়। বরং স্বয়ংক্রিয় একটি সংস্থা। যদিও ক্রীড়ামন্ত্রক বারবার বোর্ডকে চাপ দিয়েছে নাডার শর্ত মেনে নেওয়ার জন্য। অবশেষে বোর্ড রাজি হল।
দীর্ঘ টালবাহানার পর জাতীয় ডোপবিরোধী সংস্থা নাডার আওতায় আসতে রাজি হল ভারতীয় ক্রিকেট বোর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
09 Aug 2019 03:34 PM (IST)
শুক্রবার বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) রাহুল জোহরির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় ক্রীড়াসচিব রাধেশ্যাম ঝুলনিয়া
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -