মুম্বই: জাতীয় নির্বাচক পদের জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, সিনিয়র দলের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ ও অন্যতম সদস্য গগন খোডার পদের মেয়াদ শেষ হচ্ছে। তাই ওই দুই পদে নিয়োগ হবে নতুন করে।
সিনিয়র নির্বাচকমণ্ডলীতে নতুন দুজনের নিয়োগ হলেও মহিলা নির্বাচকদের পুরো প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে। তাই পুরো নির্বাচকমণ্ডলীই নতুন করে গঠিত হবে। পুরুষদের জুনিয়র নির্বাচকমণ্ডলীতেও দুটি বদল হবে। আবেদন জানানোর শেষ দিন ২৪ জানুয়ারি।
তবে মদন লাল, গৌতম গম্ভীর ও সুলক্ষণা নায়েককে নিয়ে নবগঠিত উপদেষ্টা কমিটিই নির্বাচক পদপ্রার্থীদের সাক্ষাৎকার নেবে কি না, সেটা বোর্ডের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।
নতুন নিয়মে ষাটোর্ধ্ব কেউ নির্বাচক হতে পারবেন না। দিলীপ বেঙ্গসরকার আবেদন করেছেন বলে জল্পনা চলছে কোনও কোনও মহলে। তবে বেঙ্গসরকারের এখন বয়স ৬৪ বছর। সিনিয়র নির্বাচক হওয়ার যোগ্যতামান হল কাউকে ৭টি টেস্ট এবং ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে অথবা ১০টি ওয়ান ডে এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে। পাশাপাশি সব ধরনের ক্রিকেট থেকে অন্তত ৫ বছর আগে অবসর নিতে হবে। অন্যদিকে, ২৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেললেই জুনিয়র নির্বাচক হওয়ার জন্য আবেদন করা যাবে। তবে ৫ বছর আগে অবসরের মাপকাঠি এক্ষেত্রেও প্রযোজ্য। একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেই মহিলা নির্বাচক হওয়ার জন্য আবেদন করা যাবে।
শেষ প্রসাদ-খোডার মেয়াদ, জাতীয় নির্বাচক কমিটির শূন্যপদ পূরণে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি বোর্ডের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Jan 2020 02:50 PM (IST)
সিনিয়র নির্বাচকমণ্ডলীতে নতুন দুজনের নিয়োগ হলেও মহিলা নির্বাচকদের পুরো প্যানেলের মেয়াদ শেষ হচ্ছে। তাই পুরো নির্বাচকমণ্ডলীই নতুন করে গঠিত হবে। পুরুষদের জুনিয়র নির্বাচকমণ্ডলীতেও দুটি বদল হবে। আবেদন জানানোর শেষ দিন ২৪ জানুয়ারি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -