অবস্থান বদল, কানপুর টেস্টে আজহারকে আমন্ত্রণ জানাচ্ছে বিসিসিআই
Web Desk, ABP Ananda | 16 Sep 2016 09:32 PM (IST)
নয়াদিল্লি: মহম্মদ আজহারউদ্দিনের বিষয়ে নিজেদের আগের অবস্থান থেকে সরে এল বিসিসিআই। কানপুরে ভারতীয় দলের ৫০০-তম টেস্টে দেশের জীবিত সব প্রাক্তন অধিনায়কের সঙ্গে আজহারকেও আমন্ত্রণ জানানো হচ্ছে। ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত থাকার দায়ে নির্বাসিত হওয়া আজহারকে আমন্ত্রণ জানানো হবে না বলে আগে বোর্ড সূত্রে জানা গিয়েছিল। তবে শুক্রবার উত্তরপ্রদেশে ক্রিকেট সংস্থার প্রধান রাজীব শুক্ল বলেছেন, ‘আজহারও ভারতের প্রাক্তন অধিনায়ক। তাই তাঁকেও আমন্ত্রণ জানানো হচ্ছে।’ কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ২২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট ভারতীয় দলের ৫০০-তম টেস্ট হতে চলেছে। এই বিশেষ মুহূর্তটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখতে চাইছে বিসিসিআই। প্রাক্তন অধিনায়কদের মধ্যে সচিন তেন্ডুলকর, দিলীপ বেঙ্গসরকার, কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং আজহার কানপুরে হাজির থাকার বিষয়টি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন শুক্ল। তবে অসুস্থ থাকায় অজিত ওয়াদেকর যেতে পারবেন না।