দুবাই: মঙ্গলবার দুবাইয়ে ধুমধাম করে বিয়ে সম্পন্ন করলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার হাসান আলি এবং ভারতীয় বংশোদ্ভূত বিমান ইঞ্জিনিয়ার শামিয়া আর্জু। হাসানের নতুন ইনিংসের প্রারম্ভে তাঁকে শুভেচ্ছা জানালেন ভারতীয় টেনিস তারকা তথা প্রাক্তন পাক ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী সানিয়া মির্জা। প্রসঙ্গত, হাসান চতুর্থ পাক ক্রিকেটার যিনি কোনও ভারতীয়র সঙ্গে নিকহা সম্পন্ন করলেন। অতীতে জাহির আব্বাস, মহসিন খান এবং শোয়েব মালিক ভারতীয় মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
শামিয়ার সঙ্গে বিয়ের কথা আগেই জানিয়েছিলেন হাসান। মঙ্গলবার তাঁদের বিয়ের আগেই একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। হাসান নিজে তাঁর মেহেন্দি অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।
একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, হাসান বিয়ের আনন্দে উইকেট নেওয়ার পর তাঁর ট্রেড মার্ক সেলিব্রেশন করছেন। বিয়ের আগের রাতে নিজের একটি সিঙ্গল ছবি পোস্ট করে হাসান লিখেছেন, ‘লাস্ট নাইট ব্যাচলর’। যা নিয়ে ট্যুইটারে অনেক রসিকতাও করেন নেটিজেনরা। ওই ছবি রিট্যুইট করে হাসানকে শুভেচ্ছা জানিয়েছেন সানিয়া মির্জাও।