১৬২ মিলিয়ন মার্কিন ডলার মূল্যে ২০১৭-র এপ্রিল থেকে পাঁচ বছরের জন্য টিম ইন্ডিয়ার অফিসিয়াল স্পনসর হয়েছে ওপ্পো। চুক্তি অনুযায়ী টিম ইন্ডিয়ার যে কোনও দ্বিপাক্ষিক ম্যাচের জন্য ওপ্পো দেবে ৪.৬১ কোটি টাকা। অন্যদিকে আইসিসি টুর্নামেন্টে ভারতের প্রতি ম্যাচে এই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা দেবে ১.৫৬ কোটি টাকা।
মুম্বইয়ে জার্সি লঞ্চ অনুষ্ঠানে ছিলেন বিসিসিআইয়ের সিইঔও রাহুল জোহরি।
টিম ইন্ডিয়ার নতুন জার্সি আগেরই মতো।