মুম্বই : রাজ্য থেকে দেশ, ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। জোড়া ভ্যাকসিন নিয়েও মহামারীর নতুন অতি সংক্রামক ছোবল থেকে নিস্তার পাচ্ছেন না অনেকেই। এই উদ্বেগের আবহে বাতিল হয়ে গেল বিজয় মার্চেন্ট ট্রফি (Vijay Merchant Trophy)। বিসিসিআই-র পক্ষ থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে, চলতি মরশুমের অনূর্ধ্ব-১৬ বিজয় মার্চেন্ট ট্রফি স্থগিত রাখা হল। বোর্ড সচিব জয় শা-র সই করা বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির দিকে তাকিয়ে বিভিন্ন মেডিক্যাল টিমের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বোর্ডের বিবৃতি জানাচ্ছে, জোড়া ভ্যাকসিন নেওয়ার পরও প্রচুর মানুষ ফের করোনা আক্রান্ত হচ্ছেন। এই অবস্থায় ভ্যাকসিন না পাওয়া খুদে ক্রিকেটারদের নিয়ে প্রতিযোগিতা আয়োজন সুরক্ষিত পদক্ষেপ মনে করা হচ্ছে না। প্রতিযোগিতাটি অনূর্ধ্ব-১৬ হওয়াতে যে প্রতিভাবান ক্রিকেটারদের খেলার কথা, তাদের কেউই এখনও ভ্যাকসিনের কোনও ডোজ পাননি। প্রসঙ্গত, আগামী ৩ তারিখ থেকে দেশজুড়ে শুরু হতে ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিনেশন। বড়দিনের দিন জাতির উদ্দেশে বক্তব্যে যে খবর জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই ভ্যাকসিন না পাওয়া ক্রিকেটারদের এভাবে বাড়তে থাকা করোনা আবহের মধ্যে প্রতিযোগিতা খেলানোর সিদ্ধান্ত সুরক্ষিত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে না বলেই জানানো হয়েছে।
এমনিতেই ওমিক্রন-উদ্বেগের মাঝে বৃহস্পতিবার দেশে একলাফে অনেকটাই বেড়েছে দৈনিক করোনা সংক্রমণ। যদিও কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, দেশের ২২টি রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন।
আরও পড়ুন- এক সপ্তাহের মধ্যেই আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ, আশঙ্কা স্বাস্থ্য দফতরের