নয়াদিল্লি: ভারতীয় দলের ক্রিকেটার চেতেশ্বর পূজারার নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করল বিসিসিআই। পূজারার সঙ্গে মহিলা দলের হারমানপ্রীত কউরের নামও এই পুরস্কারের জন্য সুপারিশ করছে বোর্ড। তবে রাজীব গাঁধী খেলরত্ন পুরস্কারের জন্য কোনও ক্রিকেটারের নাম সুপারিশ করেনি বোর্ড।


বিগত টেস্ট মরশুমে ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ হয়ে উঠেছিলেন পূজারা। তাঁর ব্যাট থেকে এসেছে ১৩১৬ রান। কোনও একটি টেস্ট মরশুমে এর বেশি রান আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই করতে পারেননি।

৩০ বছরের পূজারা এখনও পর্যন্ত ৪৮ টেস্টে ৫১-র বেশি গড়ে ৩৭৯৮ রান করেছেন। তাঁর সেঞ্চুরির সংখ্যা ১১। অর্ধশতরান ১৪ টি।

অন্যদিকে, মহিলা দলের ক্রিকেটার হিসেবে কউর ছিলেন ভারতের অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজ জয় ও এশিয়া কাপ জয়ের ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। ব্যাট হাতে দলের সেরা তিনিই।

বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, পূজারা ও কউরের নাম অর্জুন পুরস্কারের জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। দুজনেই গত মরশুমে অসাধারণ পারফর্ম করেছেন। তাঁদের নাম সর্বসম্মতভাবে বেছে নেওয়া হয়েছে।