মুম্বই: গত কয়েক মরসুম ধরে প্রত্যেকবার আইপিএল ফাইনালের আগে মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়। মহিলাদের আইপিএল চালু করার দাবি উঠছে অনেক দিন থেকেই। এবার সেই টুর্নামেন্ট আয়োজনের পথেই হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হল আইপিএল। গোটা ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই টুর্নামেন্টকে ঘিরে। তার মধ্যেই মহিলাদের আইপিএল নিয়ে উত্তেজনা বাড়তে শুরু করেছে এবং মনে করা হচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) আগামী বছর মেয়েদের আইপিএলের জন্য একটি সময়ও ঠিক করে ফেলেছে।
সূত্রের খবর, ভারতীয় বোর্ড ২০২৩-এর মার্চ মাসে মহিলা আইপিএলের প্রথম মরসুমের জন্য সময়সীমা নির্দিষ্ট করে রেখেছে। জানা গিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে, ২০২৩ সালের মার্চ মাসে প্রথম বারের মতো মহিলাদের আইপিএল আয়োজন করা প্রায় নিশ্চিত এবং বোর্ডও এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে।
সূত্রের খবর, সম্ভবত মহিলা আইপিএলের কারণেই বিসিসিআই এক মাস আগে ঘরোয়া সূচিতে মহিলাদের টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে মার্চ মাসে টুর্নামেন্ট আয়োজনের সময় থাকে এবং তার পরে পুরুষদের আইপিএলের সঙ্গে মেয়েদের আইপিএলের সময়ের সংঘাত না হয়। ভারতীয় ক্রিকেট বোর্ড গত সপ্তাহে নতুন ঘরোয়া মরসুমের সূচি ঘোষণা করেছিল। অক্টোবর থেকে মহিলাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে। যা ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
ভারতীয় মহিলা ক্রিকেট দল গত সপ্তাহে ২০২২ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছে। এর পরে আবার আলোচনা শুরু হয় যে, ভারতীয় মহিলা ক্রিকেটারদের আইপিএলের মতো টুর্নামেন্ট দরকার। যাতে তারা এ ধরনের চাপের পরিস্থিতিতে জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। এর আগেও, মহিলা আইপিএল শুরু করার জন্য ভারতীয় বোর্ডের কাছে ক্রমাগত দাবি জানানো হচ্ছিল। বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, ২০২৩ থেকে মহিলাদের আইপিএল শুরু হতে পারে। বোর্ডের সচিব জয় শাহ আবার মে মাসেই আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরে বলেছিলেন, মহিলাদের আইপিএল নিয়ে উত্তেজনা বাড়ছে। তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে প্রাথমিকভাবে ৫ বা ৬টি দল নিয়ে টুর্নামেন্ট শুরু হবে।
শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই দিনের আলো দেখতে চলেছে।
আরও পড়ুন: বিশ্ব চ্যাম্পিয়নশিপে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন সিন্ধু, লক্ষ্যরা