মুম্বই: তীব্র খরা পরিস্থিতির মধ্যেও মহারাষ্ট্রে আইপিএল ম্যাচের আয়োজন করায় ইতিমধ্যেই বম্বে হাইকোর্টের ভর্ত্‍সনার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ রাজ্য থেকে ক্রিকেটের গ্ল্যামার লিগ সরানো হবে কি না, তা নিয়ে রাজ্য সরকার ও ক্রিকেট বোর্ডের তুমুল চাপান-উতোর৷ রাজ্যজুড়ে জলের হাহাকারের মধ্যে পানীয় জলে পিচের পরিচর্যা করতে নারাজ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ৷ অন্যদিকে, রাজ্য সরকারকে ১০০ কোটি লোকসানের হুঁশিয়ারি দিয়েছে বিসিসিআই৷ এরই মধ্যে ভারতীয় বোর্ডের প্রস্তাবিত সমাধানসূত্র, অপরিশোধিত জল শোধন করে তা ব্যবহার করা হোক স্টেডিয়ামের পিচে৷


রাজ্য থেকে আইপিএল সরানোর দাবিতে বম্বে হাইকোর্টে করা জনস্বার্থ মামলার শুনানিতেই এই প্রস্তাব দেন বোর্ডের আইনজীবী রফিক দাদা৷ তিনি জানান,

রয়্যাল ওয়েস্টার্ন ইন্ডিয়া টার্ফ ক্লাবের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে৷ মুম্বই ও পুণের স্টেডিয়ামে আইপিএল  ম্যাচগুলির জন্য অপরিশোধিত জল পরিশোধিত করে সরবরাহ করবে তারা৷ সেই জলই ব্যবহার করা যাবে পিচ রক্ষণাবেক্ষণের কাজে৷ প্রতিদিন এইভাবে ৭ থেকে ৮ ট্যাঙ্কার জল সরবরাহ করা হবে৷ অপরিশোধিত জল সমুদ্রে নিয়ে ফেলার থেকে এক্ষেত্রে তা স্টেডিয়াম রক্ষণাবেক্ষণের কাজে লাগানো হবে৷

এ-ব্যাপারে রাজ্যের হলফনামা পেশের জন্য কিছুটা সময় চেয়েছেন রাজ্যের আইনজীবী অভিনন্দন ভাগ্যানী৷ অন্যদিকে, পুণে থেকে আইপিএল ম্যাচ সরানো সম্ভব কি না, তা বোর্ডের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট৷