নয়াদিল্লি: ভারতের মাটিতে আফগানিস্তান প্রিমিয়ার লিগ আয়োজনের অনুরোধ খারিজ করে দিল বিসিসিআই। আজ বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড এদেশে তাঁদের টি-২০ লিগ আয়োজনের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু আমাদের নিজেদের লিগ থাকায় সেই অনুরোধে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না।’


আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআই-এর সম্পর্ক বেশ ভাল। ক্রিকেটের ক্ষেত্রে আফগানিস্তানকে অনেক সাহায্যও করে ভারত। কিন্তু এবার বেঁকে বসল বিসিসিআই। গত মাসে মুম্বইয়ে এক বৈঠকে বিসিসিআই সিইও রাহুল জোহরি ও জেনারে ল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) সাবা করিমকে ভারতে আফগানিস্তান প্রিমিয়ার লিগ আয়োজনের অনুমতি দেওয়ার অনুরোধ জানান সেদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও আসাদুল্লা খান আরও বলেন, দেহরাদুন ও গ্রেটার নয়ডা ছাড়াও অন্য একটি মাঠ ব্যবহারের অনুমতি পেলে ভাল হয়। এই অনুরোধে অবশ্য আপত্তি জানায়নি বিসিসিআই। লখনউ হতে পারে ভারতে আফগানিস্তানের তৃতীয় হোম গ্রাউন্ড।