নয়াদিল্লি: ভারতের মাটিতে আফগানিস্তান প্রিমিয়ার লিগ আয়োজনের অনুরোধ খারিজ করে দিল বিসিসিআই। আজ বিসিসিআই-এর এক কর্তা বলেছেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ড এদেশে তাঁদের টি-২০ লিগ আয়োজনের অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু আমাদের নিজেদের লিগ থাকায় সেই অনুরোধে সাড়া দেওয়া সম্ভব হচ্ছে না।’
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআই-এর সম্পর্ক বেশ ভাল। ক্রিকেটের ক্ষেত্রে আফগানিস্তানকে অনেক সাহায্যও করে ভারত। কিন্তু এবার বেঁকে বসল বিসিসিআই। গত মাসে মুম্বইয়ে এক বৈঠকে বিসিসিআই সিইও রাহুল জোহরি ও জেনারে ল ম্যানেজার (ক্রিকেট অপারেশনস) সাবা করিমকে ভারতে আফগানিস্তান প্রিমিয়ার লিগ আয়োজনের অনুমতি দেওয়ার অনুরোধ জানান সেদেশের ক্রিকেট বোর্ডের কর্তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিইও আসাদুল্লা খান আরও বলেন, দেহরাদুন ও গ্রেটার নয়ডা ছাড়াও অন্য একটি মাঠ ব্যবহারের অনুমতি পেলে ভাল হয়। এই অনুরোধে অবশ্য আপত্তি জানায়নি বিসিসিআই। লখনউ হতে পারে ভারতে আফগানিস্তানের তৃতীয় হোম গ্রাউন্ড।
আফগানিস্তান প্রিমিয়ার লিগ ভারতে আয়োজনের অনুরোধ ফেরাল বিসিসিআই
Web Desk, ABP Ananda
Updated at:
18 Jun 2019 08:05 PM (IST)
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে বিসিসিআই-এর সম্পর্ক বেশ ভাল। ক্রিকেটের ক্ষেত্রে আফগানিস্তানকে অনেক সাহায্যও করে ভারত। কিন্তু এবার বেঁকে বসল বিসিসিআই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -