নয়াদিল্লি : তিনি তো শুধুই আমাদের দেশের একজন ক্রিকেটার নন। তিনি পরিসংখ্যানের বিচারে সম্ভাবত ভারতের সর্বকালের সবথেকে বেশি টেস্ট জেতানো ক্রিকেটার। আর হ্যাঁ, একটা ছবি আছে তাঁর। যে ছবিটাতে দেখা যায় মাথা থেকে চোয়াল পর্যন্ত জড়ানো রয়েছে ব্যান্ডেজ। ওই অবস্থাতেই ছ ফুটের বেশি উচ্চতার মানুষটা আন্তর্জাতিক ক্রিকেটেও বল করেছেন। এই ছবিটা শুধু তাঁরই নয়। ক্রিকেট বীরত্বের, শৌর্যের একটা গর্বের প্রতীকও বটে। বুঝতেই পারছেন, কথা বলা হচ্ছে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এবং কোচ অনিল কুম্বলের (Anil Kumble)। কেন? তার কারণ, আজ ১৭ অক্টোবর অনিল কুম্বলের জন্মদিন। <

>


 


আরও পড়ুন - MS Dhoni in IPL: ধোনি সিএসকে-তেই, রিটেনশন কার্ড ব্যবহারের বার্তা চেন্নাই কর্তাদের


বিশ্বের সর্বকালের অন্যতম সবথেকে বেশি উইকেট শিকারীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে বিসিসিআই থেকে তাঁর প্রাক্তন সতীর্থ যুবরাজ সিংহ কিংবা ওয়াসিম জাফররা। বিসিসিআই যেমন জাম্বোর জন্মদিনে সকাল সকাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে, '৪০৩টি আন্তর্জাতিক ম্যাচে ৯৫৬টি আন্তর্জাতিক উইকেট। শুধু তাই নয়। এই পৃথিবীর দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়া বোলার। প্রাক্তন ভারত অধিনায়ককে জন্মদিনের অফুরন্ত শুভেচ্ছা।' এই বলে বিসিসিআইএর পক্ষ থেকে ১৯৯৯ সালের পাকিস্তানের বিপক্ষে অনিল কুম্বলের রেকর্ড ১০ উইকেট নেওয়ার ভিডিওটিও পোস্ট করা হয়েছে।


আরও পড়ুন - Sourav on T20 WC: দলে প্রতিভার ছড়াছড়ি, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে ভারত, মত সৌরভের


অনিল কুম্বলের প্রাক্তন সতীর্থ যুবরাজ সিংহ শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। নিজের সঙ্গে অনিল কুম্বলের একটি ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে তিনি লিখেছেন, 'শুধু নামেই জাম্বো নয়, কাজেও জাম্বো। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী দিনগুলো অনেক খুশিতে এবং শারীরিকভাবে সুস্থতায় কাটুক।'



শুভেচ্ছা জানানোয় পিছিয়ে নেই অনিল কুম্বলের প্রাক্তন সতীর্থই শুধু নয়, সদ্য হয়ে যাওয়া আইপিএলের সতীর্থ ওয়াসিম জাফর। আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হেড কোচ কুম্বলে। আর ওই দলেরই ব্যাটিং কোচ ওয়াসিম জাফর। তিনি লিখেছেন, 'অনিল ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। খুশিতে ভরে উঠুক তোমার জীবন। সুস্থ থেকো।'