করাচি: টি-টোয়েন্টি বিশ্বকাপে T20 World Cup) ভারতকে হারানো ২০২১ সালের সেরা মুহূর্ত হিসাবে বেছে নিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)।


বিশ্বকাপে ভারতের বিপক্ষে কখনওই জিততে পারেনি পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে ১২টি ম্যাচে মুখোমুখি হয়েও পাকিস্তান একবারও জিততে পারেনি। যদিও সেই হিসেবটা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে উল্টে দিয়েছে পাকিস্তান। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে চিরপ্রতীদ্বন্দ্বীদের হারিয়ে দেয় বাবর আজমের দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে পাকিস্তান ভারতকে কার্যত একপেশেভাবে ১০ উইকেটে পরাজিত করে। 


তার আগে পর্যন্ত ওয়ান ডে বিশ্বকাপে সাতবার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচবার ভারতের কাছে হেরেছে পাকিস্তান। যদিও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাবর আজমের নেতৃত্বে ইতিহাস বদলে দিয়েছে পাকিস্তান। সুপার টুয়েলভ পর্বে পাঁচটি ম্যাচ জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে পাকিস্তান। 


বাবর বলেছেন, 'দল হিসাবে আমাদের জন্য একটি দুর্দান্ত প্রাপ্তি ছিল ভারতের বিরুদ্ধে জয়। কারণ, আমরা এত বছর ধরে বিশ্বকাপে ভারতকে হারাতে পারিনি। আমাদের কাছে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো ছিল বছরের সেরা মুহূর্ত।' যোগ করেছেন, 'সবচেয়ে বড় তৃপ্তি হল তরুণ প্রতিভাদের গুরুত্বপূর্ণ সময়ে আমাদের হয়ে খেলতে দেখে। আমরা এখন তরুণ প্রতিভা তুলে আনতে পারছি।' 


সুপার টুয়েলভ পর্বে দুরন্ত খেলেছিল পাকিস্তান। দাপটের সঙ্গে উঠেছিল শেষ চারে। তবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের সমাপ্তিটা সুখকর হয়নি। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান বাবররা।


আরও পড়ুন: পাকিস্তানকে জোরাল ধাক্কা, বিশ্বকাপে চাপ সামলাতে মুখিয়ে বাংলার পেসার


গ্রুপ পর্বে দাপট দেখানোর পর সেমিফাইনালের পরাজয় এখনও মেনে নিতে পারেন না বাবর। বলেছেন, 'সেমিফাইনালের পরাজয় আমাকে সবচেয়ে বেশি আঘাত দিয়েছে। আমরা দল হিসাবে খুব ভাল ক্রিকেট খেলেছিলাম।'


আরও পড়ুন: রণবীরের সঙ্গে নাচ কোহলিদের সদ্যপ্রাক্তন কোচের, ভিডিও ভাইরাল