বেলজিয়াম : দুরন্ত রিফ্লেক্সে বাঁচিয়েছিলেন পেনাল্টি। স্পট কিক আটকে দিয়ে উঠে উচ্ছ্বাস প্রকাশের মাঝেই হঠাৎ লুটিয়ে পড়লেন মাঠে। বেশ কিছুক্ষণ সাড়াশব্দ না মেলায় ম্যাচের মাঝেই তাঁকেই নিয়ে ছোটা হল হাসপাতালে। কিন্তু সব শেষ। ফুটবল ম্যাচ চলাকালীনই মর্মান্তিকভাবে মৃত্যু হল ফুটবলারের। বেলজিয়ামের (Belgium) গোলকিপার আর্নে এস্পিলের (Arne Espeel) (২৫) এহেন মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল।


কীভাবে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা


বেলজিয়াম দ্বিতীয় ডিভিশন ক্লাব উইঙ্কেল স্পোর্টস ‘বি’ (Winkel Sport B) দলের ২৫ বছর বয়সী গোলরক্ষক তাদের ক্লাবের ঘরের মাঠে ওয়েট্রোজেবেকে দলের বিরুদ্ধে খেলতে নেমেছিল। বেলজিয়ামের পশ্চিম ফ্ল্যান্ডের্সে প্রদেশে আয়োজিত খেলাতে তখন ২-১ গোলে এগিয়ে ছিল আর্নের দল। তখনই পেনাল্টি পায় প্রতিপক্ষ। গোল করে তাদের কাছে সুযোগ ছিল ম্যাচে সমতা ফেরানোর। কিন্তু দুরন্ত দক্ষতায় ঝাঁপিয়ে পড়ে পেনাল্টি বাঁচান। কিন্তু তারপর উঠে দাঁড়িয়ে হাত মুঠো করে উচ্ছ্বাস দেখনোর আগেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষণাৎ মাঠের মধ্যে  চিকিৎসাও শুরু হয়। কিছুক্ষণের চেষ্টাতেও কোনও সাড়া শব্দ না মেলায় আর্নেকে নিয়ে ছোটা হয় হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এখনও সরকারিভাবে মৃত্যুর কারণ ঘোষণা করা না হলেও হৃদরোগে আক্রান্ত হয়েই আর্নে এস্পিলের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।


শোকস্তব্ধ ক্লাব, সতীর্থরা


মর্মান্তিক এই ঘটনার পর কার্যত শোকস্তব্ধ বেলজিয়াম সহ বিশ্বের ফুটবলমহল। উইঙ্কেল স্পোর্টস ‘বি’ ক্লাবের পক্ষ থেকে বিবৃতি জারি করে আর্নে এস্পিলের মৃত্যুর ঘটনা জানানোর পাশাপাশি শোকপ্রকাশ করা হয়েছে। ঘটনার আকস্মিকতায় ফুটবল আপাতত কিছুটা ব্যকসিটে, আর্নের পরিবারপরিজনদের পাশে ক্লাব রয়েছে বলেও জানানো হয়েছে।


উইঙ্কেল স্পোর্টস ‘বি’ ক্লাবের সহকারী কোচ স্টেফান ডেওয়েরচিন বলেছেন, 'পেনাল্টি বাঁচানোর পর বলটা তখনও মাঠের বাইরে বেরোয়নি। উঠে দাঁড়িয়েই মাটিতে লুটিয়ে পড়ল আর্নে। মাঠে বসে ঘটনাটা দেখা ছিল বিভীষকাময়। তারপর যখন খবরটা এল ওঁর মৃত্যু হয়েছে তখন যেন কারোর কিছু বলার ছিল না। এখনও মর্মান্তিক দুঃসংবাদের ঘোর কাটাতে পারিনি আমরা। মেনে নিতে পারছি না এখনও ঘটনাটা।' ক্লাবের সমর্থকরাও গোটা ঘটনার জেরে প্রচণ্ড মুষড়ে পড়েছেন। প্রসঙ্গত, ফুটবল মাঠে তরতাজা প্রাণের হঠাৎ হৃদরোগের কারণে চিরতরে ঝরে যাওয়ার ঘটনার মর্মান্তিক সারিতে যোগ হল এই ঘটনা।


আরও পড়ুন- অবলীলায় চার, ছক্কা হাঁকাচ্ছেন তরুণী, প্রতিভায় মুগ্ধ সচিন তেন্ডুলকরও