লন্ডন: সদ্যসমাপ্ত বিশ্বকাপের সবথেকে ‘বিতর্কিত’ সিদ্ধান্ত। শেষ ওভারে মার্টিন গাপ্তিলের থ্রো বেন স্টোকসের ব্যাটে লেগে বাউন্ডারিতে চলে যায়, কুমার ধর্মসেনা ও মারিয়াস এরাসমাসের সিদ্ধান্ত অনুযায়ী দৌড়ে নেওয়া ২ রান ও ‘পেনাল্টি’-তে চার, সবমিলিয়ে ৬ রান পেয়েছিল ইংল্যান্ড। যা ফাইনাল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ক্রিকেটমহল অনফিল্ড আম্পায়ারদের এই সিদ্ধান্তে একেবারে আড়াআড়ি ভাগ হয়ে যায়।
সাইমন টাফেলের মতো অভিজ্ঞ আম্পায়ার যেমন বলছেন ৬ রান নয়, আম্পায়ারদের ৫ রান দেওয়া উচিত ছিল। কে হরিহরণেরও একই বক্তব্য। ওই সিদ্ধান্তই নিউজ্যাল্ডের জন্য বিশ্বজয়ের স্বপ্নকে খুন করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিতর্ক চলছে প্রাক্তন ক্রিকেটারদের মধ্যেও। এমন পরিস্থিতিতে বেন স্টোকসের ‘ক্রিকেটীয় শিষ্টাচারের’ প্রসঙ্গ তুললেন ব্রিটিশ তারকা জেমস অ্যান্ডারসন।
তাঁর দাবি, গাপ্তিলের থ্রো ব্যাটে লেগে বাউন্ডারি চলে যাওয়ার পর, চার রান ‘পেনাল্টি’ দেওয়ার সিদ্ধান্ত বদল করতে আম্পায়ারদের অনুরোধ করেছিলেন বেন স্টোকস। বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাৎকারে জিমি জানিয়েছেন, “ক্রিকেটীয় শিষ্টাচার অনুযায়ী স্টাম্পে থ্রো করা বল গায়ে লাগলে কেউ আর রান নেয় না। কিন্তু তা বাউন্ডারিতে চলে গেলে চার রান দিতেই হয়, এটাই নিয়ম।” একই সঙ্গে তিনি এও জানান, স্টোকসকে আম্পায়রদের সঙ্গে কথা বলতে দেখেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক মাইকেল ভন। তাঁর দাবি, আম্পায়ারদের ওভার থ্রো-তে রান দেওয়ার সিদ্ধান্ত বদল করার অনুরোধ করেছিলেন বেন স্টোকস। কিন্তু নিয়মের কারণেই তা হয়নি।
উল্লেখ্য, ক্রাইস্টচার্চের তারকা ক্রিকেটার বেন স্টোকস নিজেই জানিয়েছেন এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য তিনি আজীবন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের কাছে ‘ক্ষমাপ্রার্থী’ থাকবেন। প্রসঙ্গত, শীঘ্রই বেন স্টোকসের সঙ্গেই অ্যাশেজ সিরিজ খেলবেন ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারি জিমি।