লন্ডন: অবসর ভেঙে ওয়ান ডে ক্রিকেটে ফিরেছেন তিনি। বিশ্বকাপের (ODI World Cup 2023) কথা মাথায় রেখে। আর ওয়ান ডে ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে তাণ্ডব চালালেন তিনি। গড়লেন রেকর্ডও।


তিনি বেন স্টোকস (Ben Stokes)। বিশ্বকাপের জন্য বেন স্টোকস এক দিনের ক্রিকেটে ফিরেছেন অবসর ভেঙে। সতীর্থদের অনুরোধ শুনে যে ভুল করেননি, তা প্রমাণ করে দিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচেই অনবদ্য সেঞ্চুরি করলেন তিনি। অবসর ভেঙে এক দিনের ক্রিকেটে ফেরার পর স্টোকসের প্রথম শতরানের সাক্ষী থাকল ওভাল। সেই সঙ্গে রেকর্ডও গড়লেন স্টোকস। ওয়ান ডে ক্রিকেটে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলে।


বুধবার কেনসিংটন ওভালে নিউজ়িল্যান্ডের (New Zealand)  বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ১২৪ বলে ১৮২ রানের ইনিংস খেলেন বেন স্টোকস। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে সেরা ব্যক্তিগত স্কোর স্টোকসের ১৮২ রান। তাঁর আগে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ স্কোর ছিল জেসন রয়ের। তিনি ২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮০ রান করেছিলেন। এদিন স্টোকস পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে নিজের ও দলের সেরা ব্যক্তিগত স্কোরও করেছেন। তাঁর এদিনের ইনিংসে ছিল নয়টি ছক্কা ও ১৫টি চার। প্রথমে ব্যাট করে ৪৮.১ ওভারে ৩৬৮ রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস।


স্টোকস ব্যাট করতে নামার সময় ইংল্যান্ডের রান ছিল ২ উইকেটে ১৩ রান। ওপেনার দাভিদ মালানকে নিয়ে সেই চাপ কাটানোর পাশাপাশি প্রতিপক্ষ দলকে কোণঠাসা করে দিলেন ব্যাট হাতে। স্টোকসের দাপুটে ব্যাটিং কার্যত দিশেহারা করে দিল কিউয়ি বোলারদের। মালানকে নিয়ে তৃতীয় উইকেটের জুটিতে স্টোকস তুললেন ১৯৯ রান। মালান ৯৫ বলে ৯৬ রান করে আউট হয়ে গেলেও ২২ গজে অবিচল রইলেন স্টোকস। তাঁর ব্যাট থেকে এল অনবদ্য শতরান। প্রায় টি-টোয়েন্টি ক্রিকেটের মেজাজে ব্যাট করলেন স্টোকস। শেষ পর্যন্ত স্টোকস করলেন ১২৪ বলে ১৮২ রান। মারলেন ১৫টি চার এবং ন’টি ছয়। ৭৬ বলে শতরান পূর্ণ করার পর আরও আগ্রাসী হয়ে ওঠেন তিনি। প্রতিপক্ষের কোনও বোলারই তাঁকে থামাতে পারেননি।


রান তাড়া করতে নেমে ১৮৭ রানে অল আউট হয়ে যায় নিউজ়িল্যান্ড। ১৮১ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে সিরিজও জিতে নিয়েছে ইংল্যান্ড।


আরও পড়ুন: অধিনায়ক সুনীলই, সন্দেশ-গুরপ্রীতকে ছাড়ল না ক্লাব, এশিয়ান গেমসের দলে কারা সুযোগ পেলেন?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial