নয়াদিল্লি: লন্ডনের হাসপাতালে শনিবার পিঠের সফল অস্ত্রোপচার হল হার্দিক পাণ্ড্যর। অন্তত ৩-৪ মাস মাঠের বাইরে থাকতে হবে জাতীয় দলের অলরাউন্ডারকে।

পিঠের নীচের দিকে যন্ত্রণা অনুভব করায় অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। শনিবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে পাণ্ড্য লেখেন, ‘অস্ত্রোপচার সফল হয়েছে। যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের কাছে আমি কৃতজ্ঞ। সঠিক সময়েই আমি দেশের হয়ে খেলতে নামব। ততদিন আমাকে আপনারা মিস করুন।’

২০১৮ সালের ইংল্যান্ড সফরের সময়ে এবং ২০১৯ বিশ্বকাপ চলাকালীন যে চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন পাণ্ড্য, সেই চিকিৎসকই ভারতের অলরাউন্ডারের অস্ত্রোপচার করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শেষ খেলেছেন পাণ্ড্য। সেই সময়েই তাঁর চোট বাড়ে বলে খবর। ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে রাখা হয়নি পাণ্ড্যকে।



ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্রে জানা গিয়েছে, পাণ্ড্যকে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে ভারতে আসছে বাংলাদেশ। ৩ নভেম্বর থেকে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ভারত-বাংলাদেশের। সেই সিরিজের আগে হার্দিকের পুরো সেরে ওঠার সম্ভাবনা ক্ষীণ।