কলকাতা: মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খুব একটা আশাজনক ফল হয়নি। নকআউটে জায়গা করে নিলেও, অসমের বিরুদ্ধে হেরে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল। এবার বিজয় হাজারে ট্রফির (Vijay Hazare Trophy) জন্য দল ঘোষণা করা হল। দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে সুদীপ ঘরামিকে। মুস্তাকেও বাংলার নেতৃত্বের ব্যাটন ছিল তাঁর হাতেই। এবার আরও একবার গুরুদায়িত্ব পেলেন এই তরুণ ওপেনার। বাংলা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ২৩ নভেম্বর নাগাল্যান্ডের বিরুদ্ধে।
বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্ল। এছাড়া দলে রয়েছেন অনুষ্টুপ মজুমদারের মত অভিজ্ঞ ক্রিকেটারও। দীর্ঘদিন বাংলার নেতৃত্বভার সামলানো অভিমন্যু ঈশ্বরণকেও রাখা হয়েছে স্কোয়াডে। এছাড়াও তরুণ ক্রিকেটারদের মধ্যে করণ লাল, অভিষেক পোড়েল, মহম্মদ কাইফ, শাকির হাবিব গাঁধীর মত তরুণ ক্রিকেটারকেও দলে রাখা হয়েছে।
মুস্তাক আলিতে প্রথম ম্যাচেই মহারাষ্ট্রের কাছে হারতে হয়েছিল। বিরাট ধাক্কা খেয়েছিল বাংলা ক্রিকেট দল। রুতুরাজ গায়কোয়াড়-কেদার যাদবদের ব্যাটিং দাপটের সামনে কার্যত একপেশেভাবে ম্যাচ হেরেছিল বাংলা। তবে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে এরপরই টুর্নামেন্টে ঘুরে দাঁড়াল বাংলা। পরপর ২ ম্যাচ জিতে নিয়েছিল লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণাধীন দল।
তবে মুস্তাক আলি টি-টোয়েন্টির প্রি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে অসমের বিরুদ্ধে হেরে গিয়েছিল বাংলা শিবির। সেই ম্যাচে ৮ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল রিয়ান পরাগের দল। ঝোড়ে অপরাজিত অর্ধশতরান হাঁকালেন রিয়ান পরাগ। এদিন প্রথমে ব্য়াটিং করতে নেমেছিল বাংলা দল। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বোর্ডে ১৩৮ রান প্রথমে বোর্ডে তুলে নিয়েছিল বাংলা। বাংলার হয়ে করণ লাল ২৪ ও অভিষেক পোড়েল ২৩ রান হাঁকিয়েছিলেন। অসমের বোলারদের মধ্যে ২৯ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন আকাশ সেনগুপ্ত।
জবাবে ব্যাট করতে নেমে অসম ১৭.৫ ওভারে ১৪২ রান তুলে নেয় ২ উইকেট হারিয়ে। রিয়ান পরাগ ছাড়াও বিশাল রয় ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। বাংলার হয়ে মুকেশ কুমার ও শাহবাজ আহমেদ ১ টি করে উইকেট নিয়েছিলেন।
বিজয় হাজারে ট্রফির জন্য ঘোষিত বাংলা দল
সুদীপ কুমার ঘরামি (অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক পোড়েল, অনুষ্টুপ মজুমদার, শাকির গান্ধী, রনজ্যোৎ সিং খাইরা, শাহবাজ আহমেদ, শুভম চট্টোপাধ্যায়, ঋত্বিক রায়, মুকেশ কুমার, আকাশ দীপ, ইশান পোড়েল, করণ লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, সক্ষম চৌধুরি, রবি কুমার এবং প্রদীপ্ত প্রামানিক।