কলকাতা: নামিবিয়ার মাটিতে হতে পারে ধুন্ধুমার লড়াই। যেখানে একদিকে হয়তো শাহবাজ আমেদ, ঈশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণরা। অন্যদিকে শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) ও তাঁর সহযোদ্ধারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কার্যত ভারত-পাক মিনি যুদ্ধ হতে পারে বাইশ গজে।


কীভাবে? কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে নামিবিয়ার মাটিতে আয়োজিত হচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে থাকছে নামিবিয়া। যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। আমন্ত্রিত হিসাবে সেই টুর্নামেন্টে খেলবে বাংলা দলও। যে খবর বুধবার প্রকাশিত হয়েছিল এবিপি লাইভে। আর শনিবারের খবর হচ্ছে, সেই টুর্নামেন্টে খেলার জন্য রাজি হয়েছে পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল লাহৌর কলন্দরস। যে দলের অধিনায়ক, পাকিস্তান দলের অন্যতম সেরা পেস অস্ত্র শাহিন শাহ আফ্রিদি।


জানা গিয়েছে, চতুর্থ দল হিসাবে টুর্নামেন্টে অংশ নিতে পারে দক্ষিণ আফ্রিকার কোনও দল।


শুক্রবার সেই সফরের জন্য বাংলা দল ঘোষণা করা হল। অধিনায়ক রাখা হয়েছে অভিমন্যু ঈশ্বরণকেই (Abhimanyu Easwaran)। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য অভিমন্যু নিজে যথেষ্ট তৈরি কি না, তা নিয়ে আগে একাধিকবার প্রশ্ন উঠেছে। তবু তাঁর ক্রিকেটীয় দক্ষতায় আস্থা রেখেছেন বাংলার নির্বাচকেরা।


১৬ সদস্যের দলে তারুণ্যের আধিক্য। অভিজ্ঞ মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদারদের দলে রাখা হয়নি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমার সুযোগ পেয়েছেন। স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে প্রদীপ্ত প্রামাণিক-সহ চারজনকে। তবে দলের কোচ হিসাবে কে যাবেন, তা এখনও চূড়ান্ত নয়। সোমবারের মধ্যে বাংলার নতুন কোচের নাম ঘোষণা হয়ে যেতে পারে। নবনিযুক্ত কোচই হয়তো দলের সঙ্গে নামিবিয়া যাবেন। সিএবি সূত্রে সেরকমই খবর।


প্রাক মরসুম প্রস্তুতির অংশ হিসাবে নামিবিয়া যাচ্ছেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed), আকাশ দীপ (Akash Deep), ঈশান পোড়েলরা (Ishan Porel)। আফ্রিকা সফর দিয়েই এবারের প্রাক মরসুম প্রস্তুতি সারবে বাংলা ক্রিকেট দল।


ঘোষিত বাংলা দল: অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক), অভিষেক দাস, ঋত্বিক রায়চৌধুরী, রণজ্যোৎ সিংহ খইরা, শ্রেয়াংশ ঘোষ, কর্ণ লাল, ঋত্বিক চট্টোপাধ্যায়, শ্রেয়ান চক্রবর্তী, শাহবাজ আহমেদ, অভিষেক পোড়েল, সুপ্রদীপ দেবনাথ, ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপ, সৌম্যদীপ মন্ডল এবং রবি কুমার।


স্ট্যান্ড বাই: অঙ্কুর পাল, প্রদীপ্ত প্রামাণিক, দেবপ্রতিম হালদার ও সিদ্ধার্থ সিংহ।