শনিবার ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় টেবল টেনিসের প্রথম রাউন্ডে নামছেন মৌমা দাস ও সৌম্যজিত ঘোষ৷ প্রথম রাউন্ডের বাধা তাঁরা টপকাতে পারবেন কি না, তার দিকে নজর থাকবে সবার৷ টেবিল টেনিসে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে সৌম্যজিত ঘোষ বনাম পাডাসাক তনভিরিয়াভে (থাইল্যান্ড)। মহিলাদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে মৌমা দাস বনাম ড্যানিয়েলা মন্টেনেইরো (রোমানিয়া)।
অলিম্পিক রওনা হওয়ার আগে এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাত্কারে মৌমা জানিয়েছিলেন তাঁর প্রস্তুতির কথা৷ সবারই আশা, ১২ বছর পর দ্বিতীয়বার অলিম্পিকের যোগ্যতা অর্জন করা মৌমা এবার নিরাশ করবেন না।
মৌমাদের খেলা শেষ হওয়ার পরই অলিম্পিকের লড়াইয়ে নামবেন ভারতীয় দলের সিনিয়র মোস্ট লিয়েন্ডার পেজ৷ পুরুষদের ডাবলসের প্রথম ম্যাচে বোপান্নার সঙ্গে জুটি বেঁধে লি-র লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে বাংলা তথা গোটা ভারত৷ টেনিসে পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডে লিয়েন্ডার-বোপান্না জুটির মুখোমুখি পোল্যান্ডের কুবট-ম্যাটকাওস্কি জুটি৷
অলিম্পিকের দল ঘোষণা থেকে শুরু করে রিও পৌঁছানোর পরেও বিতর্ক পিছু ছাড়েনি লিয়েন্ডার পেজের৷ তবু সেসব না ভেবে ফোকাসড লিয়েন্ডার।
মৌমা, সৌম্যজিত, লিয়েন্ডার ছাড়াও প্রথমদিনই নজর থাকবে শুটিংয়ে৷ ১০ মিটার এয়ার রাইফেলে নামছেন অয়নিকা পাল৷ মুম্বইয়ের বাসিন্দা হলেও কলকাতার এই বঙ্গ তনয়া ইতিমধ্যেই নজর কেড়েছেন শুটিংয়ে৷ নজর থাকবে তাঁর দিকেও৷