রিও ডি জেনেইরো: শনিবার থেকে রিও অলিম্পিকে লড়াই শুরু করছেন বাংলার দুই টেবল টেনিস খেলোয়াড় সৌম্যজিৎ ঘোষ ও মৌমা দাস। অচিন্ত্য শরৎ কমল ও মনিকা বাত্রাও শনিবারই প্রথম রাউন্ডের লড়াইয়ে নামছেন।
এবারের অলিম্পিকে রেকর্ড সংখ্যক চার জন ভারতীয় টেবল টেনিস খেলোয়াড় যোগ দিয়েছেন। পুরুষ দলের অন্যতম ভরসা সৌম্যজিৎ বিশ্ব ক্রমতালিকায় ৬৮ নম্বরে রয়েছেন। শরৎ কমল রয়েছেন ৭৩ নম্বরে। দুই মহিলা খেলোয়াড়ের মধ্যে অভিজ্ঞ মৌমা বিশ্ব ক্রমতালিকায় ১৫০ নম্বরে এবং মনিকা ১২৭ নম্বরে রয়েছেন।
মৌমা এর আগে ২০০৪ এথেন্স অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছিলেন। তার ১২ বছর পর ফের অলিম্পিকে খেলতে নামছেন তিনি। মনিকার অবশ্য এটাই প্রথম অলিম্পিক। প্রথম রাউন্ডে মৌমার প্রতিপক্ষ রোমানিয়ার ড্যানিয়েলা ডোডিন মন্টেইরো। মনিকা মুখোমুখি হবেন পোল্যান্ডের কাতারজিনা ফ্র্যাঙ্ক-গ্রিজবস্কার। বিশ্ব ক্রমতালিকায় অনেক এগিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে মৌমা ও মনিকার লড়াই সহজ হবে না। তবে তাঁরা আত্মবিশ্বাসী।
সৌম্যজিৎ ও শরৎ কমলের প্রথম রাউন্ডের প্রতিপক্ষ খাতায়-কলমে কিছুটা সহজ। সৌম্যজিৎ খেলবেন তাইল্যান্ডের পাদাসাক তানভিরিয়াভেচাকুলের বিরুদ্ধে। প্রথম রাউন্ডে জিতে ভালভাবেই রিও অভিযান শুরু করতে চান সৌম্যজিৎ।
শনিবার প্রথম রাউন্ডের লড়াইয়ে সৌম্যজিৎ-মৌমারা
Web Desk, ABP Ananda
Updated at:
05 Aug 2016 01:59 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -