সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) আজ থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। বৃষ্টির হওয়ার সম্ভাবনা কমই। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রা ( Kolkata Temperature ) । শনিবার পর্যন্ত এই শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে বলে মনে করছে আবহাওয়া দফতর। রবিবার থেকে ফের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির হতে পারে।
বুধবার থেকেই উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহের শেষ দিকে দার্জিলিং ও কালিম্পংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়বে পার্বত্য এলাকাতেও। শুক্রবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন হবে শনি ও রবিবার। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও। সেই সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায়। সিকিমে তুষারপাত হতে পারে। আর তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়।
কলকাতায় আজ থেকে বাড়বে তাপমাত্রা। শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কলকাতায় বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.১ সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এর মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত এবং অসমের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। শনিবার পর্যন্ত পারদ আরও কিছুটা ঊর্ধ্বমুখী হবে। রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
28-Feb | 20.0 | 29.0 | Partly cloudy sky | |
29-Feb | 19.0 | 30.0 | Mainly Clear sky | |
01-Mar | 20.0 | 30.0 | Mainly Clear sky | |
02-Mar | 22.0 | 31.0 | Mainly Clear sky | |
03-Mar | 23.0 | 31.0 | Partly cloudy sky | |
04-Mar | 21.0 | 31.0 | Partly cloudy sky | |
05-Mar | 21.0 | 31.0 |
Partly cloudy sky
|
আরও পড়ুন :
রোদ ঝলমলে আকাশ, সপ্তাহান্তে ফের বৃষ্টির পূর্বাভাস
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।