বেঙ্গালুরু: রঞ্জি ট্রফির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলা ক্রিকেট (Bengal Cricket) দল। লিগ টেবিলে জয়ের হ্যাটট্রিকের পর কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা। ম্যাচ ড্র হলেও প্রথম ইনিংসে বিশাল লিড রাখায় সেমিতে চলে যায় অভিমন্যু ঈশ্বরণের টিম। আর ম্যাচ জয়ের পরের দিনই ছেলেদের ছুটি দিলেন বাংলার হেডকোচ অরুণ লাল (Arun Lal)। 


খেলার পর মনোজদের কোচ বলেন, ''খুব ভাল লাগছে, কিন্তু ট্রফি জেতাটাই লক্ষ্য। আগামীকাল ছেলেদের ছুটি দিয়েছি। আমি মনে করি ক্রিকেটের ভবিষ্যৎ পুরোটাই অলরাউন্ডারদের ওপর নির্ভর করছে। যদি তুমি বোলার হও, তবে তোমাকে ব্যাটিং জানতে হবে। ঠিক তেমনই তুমি ব্যাটার হলে তোমাকে বোলার হিসেবেও ব্যবহার করা হতে পারে। সেই বিষয় প্রস্তুত থাকতে হবে। প্রতিপক্ষকে হারাতে হলে লোয়ার অর্ডারকে ব্যাট করতে হবে।''


অভিজ্ঞ মনোজ তিওয়ারির প্রশংসা করে অরুণ লাল বলেন, ''মনোজের জন্য আমি ভীষণ খুশি। ইদানিং খুব বেশি ক্রিকেট ও খেলেনি। ক্লাব ক্রিকেট খেলার সময়ও পায়নি। হাঁটুর সমস্যায় ফিটনেস নিয়েও চিন্তা ছিল। কিন্তু ওর দায়বদ্ধতা অসাধারণ। বাংলা ক্রিকেটে সেরা পাঁচ জনের নাম বললে মনোজের নামও উঠে আসবে। ও কিংবদন্তী। ''


সেমিফাইনালে উঠে খুশি বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও। নিজে লিগ পর্যায়ে রান পাননি। কিন্তু ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে অর্ধশতরানের ইনিংস খেলেছেন এই তরুণ ডানহাতি। অভিমন্যু বলেন, ''সুদীপ প্রথম ইনিংসে দুর্দান্ত ইনিংস খেলল। মনোজদাও একটা অসাধারণ ইনিংস খেললেন।''


রেকর্ড নিয়ে মুখ খুলতে গিয়ে বাংলা অধিনায়ক বলেন, ''রেকর্ড গড়া সবসময়ই আনন্দ দেয়। কিন্তু আমাদের নিজেদের আরও বড় ইনিংস খেলতে হবে। সেমিফাইনাল ও ফাইনালের লড়াই ভীষণ কঠিন হবে। তবে একজন ক্যাপ্টেন হিসেবে আমি ভাগ্যবান যে আমার দলে শাহবাজ, সায়নের মত অলরাউন্ডার পেয়েছি।''


আরও পড়ুন: ''জীবনটা সহজ নয়, প্রতি মুহূর্তে লড়াই করতে হচ্ছে'', সেঞ্চুরি হাঁকিয়ে জানালেন মনোজ