রাজকোট: তিন দশক পর রঞ্জি ট্রফি জিততে বাংলার আর দরকার ৭২ রান। হাতে চার উইকেট। চতুর্থ দিনের শেষে ক্রিজে অনুষ্টুপ মজুমদার (৫৮ অপরাজিত) ও অর্ণব নন্দী (২৮ অপরাজিত)। এই জুটিই বাংলাকে প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে। কাল ম্যাচের পঞ্চম তথা শেষদিনের প্রথম সেশনে যদি উইকেট না হারায় বাংলা, তাহলে নিশ্চিতভাবেই প্রথম ইনিংসে এগিয়ে যাওয়ার সুবাদে তৃতীয়বার রঞ্জি ট্রফি জিতবে।


আজ সুদীপ চট্টোপাধ্যায় (৮১) ও ঋদ্ধিমান সাহার (৬৪) দিকে তাকিয়েছিল বাংলা। শুরুটা ভাল করেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু স্বল্প রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর কিছুটা চাপে পড়ে যায় বাংলা। শাহবাজ আহমেদও (১৬) বেশিক্ষণ লড়াই চালাতে পারেননি। ২৬৩ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে যায় বাংলা। কিন্তু সেই জায়গা থেকে পাল্টা লড়াই শুরু করেন অনুষ্টুপ ও অর্ণব। দিনের শেষে বাংলার রান ৬ উইকেটে ৩৫৪।