কলকাতা: শেষবার প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁকে দেখা গিয়েছিল তিন বছর আগে। শীতের কলকাতায়। সল্ট লেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। পাঞ্জাবের বিরুদ্ধে সেই ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। কিন্তু তারপর আর বাংলা দলের প্রথম একাদশে সুযোগ পাননি।


অবশেষে অপেক্ষার অবসান হতে চলেছে প্রদীপ্ত প্রামাণিকের (Pradipta Pramanik)। বাঁহাতি স্পিনার মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির (Ranji Trophy) সেমিফাইনালে বাংলার তুরুপের তাস হয়ে উঠতে পারেন। আইপিএলে চমক জাগানো রজত পতিদার, শুভম শর্মাদের বিরুদ্ধে প্রদীপ্তকে খেলাবে বাংলা। সুযোগ পেয়ে উত্তেজনায় ফুটছেন বঙ্গ স্পিনার।


তিন বছর পর বাংলার জার্সি পেয়ে মাঠে নামার সুযোগ, তাও সরাসরি রঞ্জি ট্রফির সেমিফাইনালের মতো বড় ম্যাচে, স্নায়ুর চাপ টের পাচ্ছেন? সোমবার বেঙ্গালুরু থেকে এবিপি লাইভকে প্রদীপ্ত বললেন, 'আমার কাছে খুব স্পেশ্যাল মুহূর্ত। তিন বছর পর প্রথম একাদশে সুযোগ পাচ্ছি, তাও এরকম একটা ম্যাচে। রঞ্জি ট্রফির সেমিফাইনাল বিরাট মঞ্চ। মাঠে নেমে নিজের সেরাটা দেব। তবে কোনও চাপ টের পাচ্ছি না। কারণ বাংলার হয়ে আগেও খেলেছি। দলের সঙ্গেই রয়েছি।'


আলুরে যে মাঠে বাংলা বনাম মধ্যপ্রদেশ (Bengal vs MP) ম্যাচ, সেখানকার বাইশ গজে বল ঘুরবে বলেই মনে করছে বাংলার থিঙ্ক ট্যাঙ্ক। যে কারণে একজন পেসারকে বসিয়ে দুই স্পিনার নিয়ে নামার স্ট্র্যাটেজি তৈরি হচ্ছে। বাংলা যে দুই স্পিনার নিয়ে সেমিফাইনালে নামবে, তা রবিবারই লিখেছিল এবিপি লাইভ। উইকেট দেখে বাংলা শিবিরের মনে হয়েছে, ভেতর ভেতর শুকনো থাকবে। বেঙ্গালুরুতে চড়া রোদ উঠছে বলে ম্যাচ যত গড়াবে, পিচ ভাঙবে বলেও মনে করা হচ্ছে। সেই কারণে স্পিনারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন বাংলার কোচ অরুণ লাল, সৌরাশিস লাহিড়ীরা।


শাহবাজ আমেদের সঙ্গে দ্বিতীয় স্পিনার হিসাবে খেলানো হবে প্রদীপ্তকে। কিন্তু আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়বেন কে? পেসার অলরাউন্ডার সায়নশেখর মণ্ডলকে বাদ দেওয়ার কথা ভাবছেই না বঙ্গ শিবির। কোয়ার্টার ফাইনালে সায়ন শুধু ব্যাটেই রান করেননি, ৪ উইকেটও নিয়েছিলেন। বাংলা শিবির এমনও মনে করে যে, সুদীপ ঘরামির পরিবর্তে ওই ম্যাচে সেরার স্বীকৃতি পেতে পারতেন সায়নও।


সেক্ষেত্রে তিন পেসার ঈশান পোড়েল, মুকেশ কুমার ও আকাশ দীপের মধ্যে কোনও একজনকে বসানো হবে। বাংলা শিবির থেকে বলা হল, মঙ্গলবার ম্যাচের দিন সকালে উইকেট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।


সেমিফাইনালে মন্ত্র কী? আত্মবিশ্বাসী প্রদীপ্ত বলছেন, 'মাঠে নেমে ক্রিকেট উপভোগ করতে চাই।' চন্দ্রকান্ত পণ্ডিতের ছাত্রদের স্পিন জালে জড়ানোর পরিকল্পনা বাংলা শিবিরে।


আরও পড়ুন: ফিট মনোজ, রঞ্জি সেমিফাইনালের আগে স্বস্তি বাংলা শিবিরে