দুবাই: বেঙ্গালুরু ম্যাচ জিতে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান ধরে রাখল ভারত। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এদিন এক টুইটবার্তায় জানিয়েছে, আগামী ১ এপ্রিলের কাট-অফ ডেট পর্যন্ত ভারত শীর্ষস্থান দখল করেই থাকবে। অর্থাৎ, আইসিসি-র থেকে ১ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬.২০ কোটি টাকা) পুরস্কার প্রাপ্তি প্রায় পাকা কোহলি-বাহিনীর।
প্রসঙ্গত, এদিন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়াকে ৭৫ রানে হারিয়ে দেয় ভারত। এই জয়ে বড় ভূমিকা নেন দলের এক নম্বর স্পিনার রবিচন্দ্রণ অশ্বিন। এই জয়ের ফলে চার ম্যাচের সিরিজ ১-১ করল কোহলি-ব্রিগেড। এর আগে পুণেতে প্রথম ম্যাচ ব্যাগি গ্রিনদের হাতে পর্যুদস্ত হয়েছিল টিম ইন্ডিয়া।