চেন্নাই: এ বছরের গোড়ায় কেরলে বেড়াতে গিয়েছিলেন করুণ নায়ার। ডিঙি নৌকায় চড়ে পম্পা নদীতে ঘুরছিলেন। হঠাৎই উল্টে যায় সেই নৌকো। সাঁতার পর্যন্ত জানেন না নায়ার। সেখানে থাকা অন্যান্য ব্যক্তিরা তাঁকে উদ্ধার করেন। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান তিনি। ভারতীয় ক্রিকেটের সৌভাগ্য, সেদিন দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন এই ব্যাটসম্যান। না হলে যে চেন্নাইয়ে ইতিহাস তৈরি হত না।
নায়ার পরিবারের সবাই এদিন চিপকের গ্যালারিতে ছিলেন। করুণের মা জীবনে প্রথমবার খেলা দেখতে এসেছিলেন। তাঁদের সামনে ঐতিহাসিক ইনিংস খেলতে পেরে গর্বিত নায়ার। তিনি বলছেন, ‘এটাই আমার জীবনের সেরা ইনিংস। পরিস্থিতি অনুযায়ী আমার স্বাভাবিক খেলার বদলে অন্যরকমভাবে খেলতে হত। সেটা আমি করতে পেরেছি। শতরান করার পর কোনও চাপ ছিল না আমার উপর। স্বাভাবিক খেলাই খেলেছি। বাবা আমার সব খেলা দেখতে আসে। মাঠে থাকার জন্য বাবা, মা, পরিবারের সবাইকে ধন্যবাদ।’
৩৮১ বলে ৩০৩ রান করে অপরাজিত ছিলেন নায়ার। তাঁর স্ট্রাইক রেট ৭৯.৫২। সুইপ শটেই বেশি রান করেছেন তিনি। এই ইনিংস খেলার ক্ষেত্রে সাহায্য করার জন্য লোকেশ রাহুল, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজাকে ধন্যবাদ জানিয়েছেন নায়ার। মাত্র এক রানের জন্য রাহুলের দ্বিশতরান না পাওয়াকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন নায়ার। তাঁর আশা, ভবিষ্যতে নিশ্চয়ই ২০০ রান করবেন এই সতীর্থ।
সলিল সমাধির হাত থেকে বেঁচে ফিরে জীবনের সেরা ইনিংস নায়ারের
Web Desk, ABP Ananda
Updated at:
19 Dec 2016 06:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -