নয়াদিল্লি: করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। সময় কাটানোর জন্য নানা মজার কৌশল বেছে নিচ্ছে ভারতীয় ক্রিকেটের তারকারা। যাঁরা সকলেই এখন ঘরবন্দি হয়ে সময় কাটাচ্ছেন। সময় কাটানোর জন্য ক্রিকেটারেরা এখন সোশ্যাল মিডিয়ায় একে অপরের সাক্ষাৎকার নিচ্ছেন।


ইরফান পাঠানকে সেরকমই একটি সাক্ষাৎকার দিয়েছেন মহম্মদ শামি। ইনস্টাগ্রামে দুই পেসার বেশ কিছুক্ষণ কথা বলেন একে অপরের সঙ্গে। এবং দুজনই প্রশংসায় ভরিয়ে দেন রোহিত শর্মাকে।

শামিকে ইরফান বলেন, ‘মাঝে মধ্যে ম্যাচের ধারাভাষ্য দেওয়ার সময় রোহিতকে ব্যাট করতে দেখলে মনে হয় ও ক্রিকেটার নয়, একজন কবি। মাখনের মতো মসৃণভাবে ব্যাট করে ও, কবিতার মতো।  বোলাররা বুঝতেই পারে না যে ওরা মার খাচ্ছে। আর রোহিত আগ্রাসী ব্যাটিং করতেই থাকে।’

অলরাউন্ডারের সঙ্গে সহমত হন শামিও। বলেন, ‘ঠিক বলেছো। ক্রিকেট কী বোঝার জন্য রোহিতকে দেখা উচিত। ও একজন বিশুদ্ধ ব্যাটসম্যান। ওর ব্যাটিং দেখে অনেক কিছু শেখা যায়। ও বোলারদের মারে, আর তা দেখে সকলে শিখতে পারে।  ব্যাটসম্যানেরা ওকে দেখে শিখতে পারে যে একটা শট খেলার জন্য কত সময় পাওয়া যায়।’ শামি আরও বলেন, ‘ওকে দেখে শেখা যায় বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে ব্যাট করা উচিত। ও পরবর্তী পর্বের ব্যাটসম্যান। রোহিত সেরা প্যাকেজ।’