মুম্বই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে কি দেখা যাবে না ভুবনেশ্বর কুমারকে?

ভারতীয় ক্রিকেটমহলে সেরকমই ইঙ্গিত। ভুবনেশ্বরের চোট রয়েছে বলে জল্পনা চলছে। যার জেরে নাকি ওয়ান ডে সিরিজে তাঁর খেলার সম্ভাবনা কম!

গত বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ভুবনেশ্বর। সাইড স্ট্রেনের সমস্যাও ছিল। চোটের জন্য প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন। সূত্রের খবর, মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলেই চোটের কথা টিম ম্যানেজমেন্টকে জানান ২৯ বছরের পেসার। এমনিতেই গত বছর দুয়েক ধরে বারবার চোট-আঘাতে জর্জরিত হয়েছেন ভুবনেশ্বর। বলা হচ্ছে, তারপর ওয়ান ডে সিরিজে তাঁকে খেলিয়ে ঝুঁকি নেওয়ার পথে সম্ভবত হাঁটবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।