পোর্ট অব স্পেন: ত্রিনিদাদে নয়া নজির গড়ার সামনে ভারতীয় স্পিডস্টার ভুবনেশ্বর কুমার। ওয়েস্ট ইন্ডিজে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এখনও পর্যন্ত ১৬ উইকেট রয়েছে ভুবির। তার মধ্যে ১৫ উইকেটই এসেছে পোর্ট অব স্পেন-এ। এই স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় ভুবনেশ্বরই একমাত্র বোলার, যিনি ৬ ম্যাচে ১৫ উইকেট পেয়েছেন। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে আর একটি উইকেট পেলেই তিনি ছাপিয়ে যাবেন ক্রিস গেইল এবং মার্ভেন ডিলনকেও। এই ২ ক্রিকেটারই পোর্ট অব স্পেনে ১৫টি করে উইকেট নিয়েছেন। ত্রিনিদাদের এই ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ উইকেট শিকারের কৃতিত্ব রয়েছে ক্যারিবিয়ান কিংবদন্তী অ্যামব্রোজের। এই মাঠে ২১ ম্যাচে ১৮৫.৩ ওভার বল করে ২৪টি উইকেট রয়েছে তাঁর।



দ্বিতীয় ম্যাচে ম্যাচ উইনিং পারফর্ম্যান্সের পর ভুবি জানিয়েছেন, তিনি যখনই বল করতে আসেন, চেষ্টা করেন রান না দেওয়ার। আর রান না দেওয়ার কারণেই তাঁর ওভারে উইকেট আসে। ফলাফল নিয়ে তিনি খুব একটা ভাবেন না। তবে উইকেট পড়লেই ম্যাচের রাশ দলের পক্ষে যাবে তা তাঁর জানা।