রাঁচি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজ ও প্রথম দুটি একদিনের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল ভারতীয় দলের পেস আক্রমণের অন্যতম স্তম্ভ ভুবনেশ্বর কুমারকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে দলে ফিরছেন তিনি। রাঁচিতে এই ম্যাচ জিতে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করতে বদ্ধপরিকর মেন ইন ব্লু ব্রিগেড। উল্লেখ্য, আগের দুটি ম্যাচেই জিতেছে ভারত।
গতমাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-১ একদিনের সিরিজ জিতেছিল ভারত। ওই সিরিজে ৭ উইকেট পেয়েছিলেন ২৯ বছরের পেসার ভুবনেশ্বর। রাঁচিতে দলের প্রথম একাদশে ভুবি ফিরলে মহম্মদ সামি বা জসপ্রিত বুমরাহর মধ্যে কোনও একজন ড্রেসিংরুমে বসতে পারেন। কারণ, টিম ম্যানেজমেন্ট এখন প্রথম একাদশে দুই পেসার ও দুই স্পিনার নিয়ে খেলার নীতি নিয়েছে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি ম্যাচেই বোলাররা দুরন্ত পারফর্ম করেছেন। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতা দলের একটা বড় চিন্তার কারণ। প্রথম দুটি ম্যাচে খেলেননি ঋষভ পন্ত। তাঁকেও তৃতীয় ম্যাচে প্রছম একাদশে রাখা হতে পারে। গতকাল নেট সেশনে দীর্ঘক্ষণ অনুশীলন করতে দেখা গিয়েছিল ২১ বছরের ঋষভকে।
মহেন্দ্র সিংহ ধোনি ঘরের মাঠে তাঁর শেষ ম্যাচ খেলতে চলেছেন বলে জল্পনা চলছে। তাই এই ম্যাচে সবার নজর থাকবে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের দিকে।
টি ২০ ও একদিনের ক্রিকেট বিশ্বকাপজয়ী ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক ধোনি রাঁচিতে তাঁর চতুর্থ একদিনের ম্যাচ খেলবেন।
এখানে গত তিনটি ম্যাচে একটিতে জিতেছে ভারত, হেরেছে একটিতে এবং বৃষ্টিতে ভেস্তে গিয়েছে একটি ম্যাচ।
ধোনি রাঁচির এই স্টেডিয়ামে মাত্র দুইবার ব্যাট হাতে নেমেছেন এবং ২০১৩-র ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেছিলেন অপরাজিত ১০ রান। ২০১৬-র ২৬ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে এসেছিল ১১ রান। ঘরের মাঠে উইকেটরক্ষক হিসেবে তিনটি ক্যাচ ও একটি স্ট্যাম্পিং রয়েছে ধোনির। সমর্থকদের ভরসা ধোনির সাম্প্রতিক ফর্ম। বিশ্বকাপের আগে গত আটটি ম্যাচে ১০০.৩৩ গড়ে তাঁর সংগ্রহ ৩০১ রান।
অধিনায়ক বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজেই তাঁর একদিনের কেরিয়ারের ৪০ তম শতরানটি করেছেন। অধিনায়ক হিসেবে তিনি টপ অর্ডারের আরও বেশি অবদান স্বাভাবিকভাবেই চাইবেন। গত শুক্রবার চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন তিনি।
গত দুটি ম্যাচে ছয় উইকেট ও আট রানে জিতেছে ভারত। দুটি ম্যাচই সহজ হয়নি ভারতের কাছে। তবে চাপের মুখে জয় ছিনিয়ে আনা দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে।
বোলিং নিয়ে অবশ্য ভারতের আত্মবিশ্বাসী হওয়ার পর্যাপ্ত কারণ রয়েছে। দুটি ম্যাচেই বিপক্ষকে ২৫০-র কমে আটকে রাখতে পেরেছে ভারত। পঞ্চম বোলারের কাজটা দারুণভাবে করছেন কেদার যাদব ও বিজয় শঙ্কর। গত ম্যাচে শেষ ওভার বিজয় শঙ্করকে বিশ্বকাপ স্কোয়াডে ঢোকার দৌড়ে অনেকটাই এগিয়ে দিয়েছে। শেষ ওভারে দুটি উইকেট নিয়ে ভারতের জয় নিশ্চিত করেন তামিলনাড়ুর অলরাউন্ডার।
তৃতীয় একদিনের ম্যাচে সামি বা বুমরাহর জায়গায় দলে আসতে পারেন ভুবনেশ্বর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2019 10:29 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -