নয়াদিল্লি : ভারতীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পর্যায়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন সিনিয়র ওপেনার শিখর ধবন ও পেসার ভুবনেশ্বর কুমার। অন্যদিকে, তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত তাঁর পারফরম্যান্সে উন্নতির পুরস্কার হিসেবে প্রবেশ করলেন ‘এ’ বিভাগে।

বৃহস্পতিবার রাতে বিসিসিআই বার্ষিক চুক্তি প্রকাশ করেছে। শিখর ও ভুবি এখন ভারতীয় দলে তিনটি ফর্ম্যাটের ক্রিকেটেই আর নিয়মিত নন। তাই তাঁদের ‘এ প্লাস’ বিভাগ থেকে বাদ দেওয়া হল। এই বিভাগে থাকা খেলোয়াড়রা বার্ষিক সাত কোটি টাকা পান। এই বিভাগে এখন রয়েছেন তিনি খেলোয়াড়। তাঁরা হলেন, ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, একদিনের দলের সহ অধিনায়ক রোহিত শর্মা এবং জসপ্রিত বুমরাহ।

শিখরের সর্বোচ্চ পর্যায়ের চুক্তি থেকে বাদ পড়াতে বিস্ময়ের কিছু নেই। কারণ, তিনি এখন আর টেস্ট দলে নিয়মিত নন। সীমিত ওভারের ক্রিকেটে গত তিনমাসে সেরকম সাফল্য নেই তাঁর।

অন্যদিকে, টেস্ট ক্রিকেটে ভালো পারফরম্যান্সে ভর করে ঋষভ সরাসরি ‘এ’ বিভাগে উঠে এসেছেন। এক্ষেত্রে বার্ষিক পাঁচ কোটি টাকার চুক্তির আওতায় এসেছেন ঋষভ। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে শতরানের পুরস্কার এভাবে পেলেন তিনি। এছাড়াও  সীমিত ওভারের ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিলে  ভারতীয় দলে উইকেটরক্ষকের ভূমিকা পালনে তৈরি ঋষভ।

‘এ’ বিভাগে অন্য যাঁরা রয়েছেন, তাঁরা হলেন, ধোনি, ধবন, ভুবনেশ্বর, মহম্মদ সামি, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে।

ভারতীয় দলে তিনটি ফর্ম্যাটেই প্রথমসারির স্পিনার কুলদীপ ‘বি’ বিভাগ থেকে উঠে এসেছেন ‘এ’ বিভাগে। গত বছর ‘এ’ বিভাগে থাকা মুরলী বিজয় অস্ট্রেলিয়া সফরে সফল হননি। কেন্দ্রীয় চুক্তিতে এবার তিনি রয়েছেন ‘বি’ বিভাগে।

অস্ট্রেলিয়ায় দুরন্ত সাফল্যের পরও ‘এ’ বিভাগেই থাকলেন চেতেশ্বর পূজারা। কারণ, তিনি একটি ফর্ম্যাটের খেলোয়াড়।

অলরাউন্ডার হার্দিক পান্ড্য, কে এল রাহুল ‘বি’ বিভাগেই রয়েছেন। এই বিভাগে বার্ষিক চুক্তি তিন কোটি টাকার। এই বিভাগে রয়েছেন যজুবেন্দ্র চাহল ও উমেশ যাদবও।

‘সি’ বিভাগ খেলোয়াড়দের বার্ষিক চুক্তি ১ কোটি টাকার। এই বিভাগে রয়েছেন দীনেশ কার্তিক, অম্বাতি রায়ডু, মণীষ পান্ডে, হনুমা বিহারী, খলিল আহমেদ, কেদার যাদব এবং ঋদ্ধিমান সাহা। ২০১৮-র জানুয়ারিতে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন ঋদ্ধি। কাঁধে অস্ত্রোপচার হওয়ায় সারা বছরই ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। আট মাস পরে মাঠে ফিরলেও তাঁকে এ বার ‘এ’ বিভাগে রাখা হল না।