নয়াদিল্লি: বিশ্বকাপ শেষ হওযার পর মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে জল্পনা আরও জোরাল হয়েছে। এরইমধ্যে বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে ধোনিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন সিরিজের দলের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য আগামী ১৭ বা ১৮ জুলাই বৈঠকে দল বেছে নেওয়া হবে। ওই দল থেকে ধোনিকে বাইরে রাখা হবে বলে খবর মিলছে। নির্বাচকদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে যে, এখন ধোনিকে আর টিম ইন্ডিয়ায় রাখা হবে না। একটি ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ ধোনির কেরিয়ার নিয়ে তাঁর সঙ্গে কথা বলবেন। বিসিসিআই-এর সূত্র উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে যে, ঋষভ পন্তের মতো খেলোয়াড়রা সুযোগের অপেক্ষায় রয়েছেন। ধোনি এখন আর আগের মতো ব্যাটিং করতে পারেন না। তাঁর মন্থর ব্যাটিং দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। সূত্রের খবর, এমএসএকে প্রসাদ নিজেই ধোনির সঙ্গে দেখা করে অবসর নিয়ে কথা বলবেন। শুধু তাই নয়, আগামী বছরের টি ২০ বিশ্বকাপের পরিকল্পনাতেও নেই ধোনি। সদ্যসমাপ্ত বিশ্বকাপে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে ভারতীয় দল। তার পর থেকেই জল্পনা চলছে যে, ধোনি যে কোনও সময় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করতে পারেন। এর আগে বেশ কিছু দিন ধরেই ভারতীয় দলের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়কের ফর্ম ও বয়স নিয়ে আলোচনা চলছিল। যদিও ধোনি তাঁর অবসরের জল্পনা নিয়ে কোনও কথাই এখনও পর্যন্ত বলেননি। শুধু তাই নয়, বিশ্বকাপের সেমিফাইনালে হারের পর বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে কোহলি ও জসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানা গেছে। কোহলিকে বিশ্রাম দেওয়া হলে ক্যারিবিয়ান সফরে রোহিত শর্মা সীমিত ওভারের দলের এবং আজিঙ্কা রাহানে টেস্ট দলের নেতৃত্ব করবেন। ওই সফরে ভারত তিনটি টি ২০, তিনটি একদিনের ম্যাচ ও দুটি টেস্ট খেলবে।